শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১ || ১৫ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ট্রাক্টর চালিয়ে সংসদে গেলেন রাহুল গান্ধী

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৪:৫৯, ২৬ জুলাই ২০২১

আপডেট: ১৫:০৫, ২৬ জুলাই ২০২১

৪৫২

ট্রাক্টর চালিয়ে সংসদে গেলেন রাহুল গান্ধী

নিজেই ট্রাক্টর চালিয়ে সংসদ ভবনে গেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী
নিজেই ট্রাক্টর চালিয়ে সংসদ ভবনে গেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী

নিজেই ট্রাক্টর চালিয়ে সংসদ ভবনে গেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনটি বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই তার এ অভিনব উদ্যোগ।

ভারতের সংসদে ১৯ জুলাই থেকে চলছে বর্ষাকালীন অধিবেশন। সেখানে বিরোধীদলগুলো কৃষকদের দাবির সমর্থনে সোচ্চার। অন্যদিকে সরকার অনড়। সংসদের ভেতরে ও বাইরে কৃষি আইন নিয়ে চলছে তুমুল বিতর্ক। এরই মাঝে সোমবার দলীয় নেতা-কর্মীসহ ট্রাক্টর চালিয়ে সংসদে যান রাহুল।

সংসদের বাইরে সাংবাদিকদের রাহুল বলেন, ‘আমি সংসদে কৃষকদের বার্তা নিয়ে এসেছি। সরকার কৃষকদের কণ্ঠস্বর দমন করছে, সংসদে আলোচনা হতে দিচ্ছে না। সরকারকে এই কালো আইনগুলো বাতিল করতে হবে। পুরো দেশ জানে, এই আইনগুলো শুধু ২-৩ জন বড় ব্যবসায়ীকে সমর্থন করে।

‘সরকারের বক্তব্য অনুসারে, দেশের কৃষকরা খুব খুশি। আর সংসদের বাইরে বসে থাকা প্রতিবাদকারী কৃষকরা সন্ত্রাসী। বাস্তবে সংসদের মাধ্যমে কৃষকদের অধিকার হরণ করা হচ্ছে।’

কৃষকদের আন্দোলনে একাত্মতা প্রকাশের সময় কংগ্রেস নেতা রাহুলের সঙ্গে কয়েকজন দলীয় সাংসদ ছিলেন।

কৃষি আইন নিয়ে বিতর্কে ৮ মাস ধরে দিল্লি সীমান্তে চলছে বিক্ষোভ। অবস্থান কর্মসূচিতে শামিল লক্ষাধিক কৃষক। তাদের দাবি, সংসদে গৃহীত তিনটি কৃষি আইন বাতিল করতে হবে।

কৃষকদের অবস্থান বিক্ষোভ শুরু হওয়ার প্রাথমিক পর্বে সরকার কৃষকদের সঙ্গে ১১ দফা বৈঠক করলেও কোনো সমাধান সূত্র পাওয়া যায়নি। কৃষক সংগঠনগুলোর যৌথ মোর্চা ও ভারত সরকার নিজ নিজ বক্তব্যে অনড়।

এ পরিস্থিতিতে দিল্লির সংসদ ভবন চত্বর থেকে ঢিলছোড়া দূরত্বে যন্তর মন্তরে ‘কৃষক সংসদ’ বসিয়েছেন আন্দোলনরত কৃষকরা। তারা জানান, যত দিন সংসদের বর্ষাকালীন অধিবেশন চলবে, তত দিন কৃষক সংসদও চলবে। সোমবার কৃষক সংসদ পরিচালনা করেন নারীরা।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত