শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১ || ১৫ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

গাজায় ফের ইসরায়েলের বিমান হামলা

ইন্টারন্যাশনাল ডেস্ক

১০:৪৮, ১৬ জুন ২০২১

আপডেট: ১০:৫১, ১৬ জুন ২০২১

৪২২

গাজায় ফের ইসরায়েলের বিমান হামলা

যুদ্ধবিরতির ২৫ দিনের মাথায় হামলার ঘটনা ঘটলো
যুদ্ধবিরতির ২৫ দিনের মাথায় হামলার ঘটনা ঘটলো

অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারও হামলা চালাতে শুরু করেছে ইসরায়েলের বিমানবাহিনী। যুদ্ধবিরতির ২৫ দিনের মাথায় এই হামলার ঘটনা ঘটলো। বুধবার (১৬ জুন) হামাসের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বিমান হামলার কথা জানিয়েছে তেল আবিব। 

বিবিসি, আলজাজিরাসহ আন্তর্জাতিক অন্যান্য সংবাদমাধ্যমে এ খবর এসেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

এদিকে ইসরায়েলের জানিয়েছে, মঙ্গলবার সকালে ইসরায়েলের উদ্দেশ্যে গাজা থেকে একাধিক আগ্নেয় বেলুন ছোড়া হয়। এর ফলে শহরে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বদলা হিসেবে গাজায় বিমান হামলা চালায় তারা।

ফিলিস্তিনের সূত্রগুলো বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, ইসরায়েল নতুন এ হামলা গাজার দক্ষিণ প্রান্তের খান ইউনুস শহরের একটি বিশেষ অংশকে লক্ষ্যবস্তু করেছিল। হামাসের একজন মুখপাত্রও ইসরায়েলি বিমান হামলার তথ্য নিশ্চিত করেছেন। ওই মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ফিলিস্তিনিরা জেরুজালেমে তাদের অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনীয় পদক্ষেপ চালিয়ে যাবে।

১১ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর গত ২১শে মে ইসরায়েল-গাজার মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। গাজা কর্তৃপক্ষের তথ্যমতে, সে সময় ইসরায়েলের হামলায় ৬৬ শিশুসহ ২৫৬ ফিলিস্তিনি নিহত ও বহু লোক আহত হয়েছিল। অন্যদিকে হামাসের রকেট হামলায় নিজেদের ১২ নাগরিক নিহত হওয়ার কথা জানিয়েছে ইসরায়েল।এরপর এটিই দুই পক্ষের মধ্যে প্রথম সংঘাত।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত