শনিবার   ১৮ মে ২০২৪ || ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ || ০৮ জ্বিলকদ ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

২০২৩ এশিয়া কাপ হবে পাকিস্তানে

স্পোর্টস ডেস্ক

১৪:৪৭, ১৬ অক্টোবর ২০২১

৩৭৪

২০২৩ এশিয়া কাপ হবে পাকিস্তানে

২০২৩ এশিয়া কাপের স্বাগতিক হিসেবে পাকিস্তানকে বেছে নিয়েছে এশিয়া ক্রিকেট কাউন্সিল (এসিসি)।  পাকিস্তানে এই আসর অনুষ্ঠিত হবে ওয়ানডে ফরম্যাটে। আর আগামী বছর শ্রীলঙ্কায় বসবে টি-টোয়েন্টি এশিয়া কাপের আসর। 

শুক্রবার (১৫ অক্টোবর) দুবাইতে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেয় এসিসি। এই সভায় উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেক্রেটারি জয় শাহ।   

এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পাওয়া নিঃসন্দেহে সুখবর পাকিস্তানের জন্য। সম্প্রতি নিউজিল্যান্ড ও ইংল্যান্ড সফর বাতিল করায় ঘরের মাটিতে ফের আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন শঙ্কার মুখে পড়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) জন্য।

তবে এবার কোনো নিরপেক্ষ ভেন্যুতে হয়, ঘরের মাটিতেই এশিয়া কাপ আয়োজন করবে পাকিস্তান। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সর্বসম্মতি ক্রমে। বিসিসিআই ও পিসিবির সূত্রে এমনটাই জানা গেছে।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপ মাঠে গড়াবে অক্টোবর-নভেম্বরে। তাই ৫০ ওভারের এশিয়া কাপ ওই বছরের প্রথমদিকে হতে পারে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপও হবে অক্টোবর-নভেম্বরে। সে বছর সেপ্টেম্বরে এশিয়া কাপ আয়োজন করতে চায় এসিসি।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank