সোমবার   ২০ মে ২০২৪ || ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ || ০৯ জ্বিলকদ ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সুশান্তের জন্মদিনে ফিরে দেখা ৫ সিনেমা

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১৬:৪৮, ২১ জানুয়ারি ২০২২

৪১৪

সুশান্তের জন্মদিনে ফিরে দেখা ৫ সিনেমা

সুশান্ত সিং রাজপুত
সুশান্ত সিং রাজপুত

১৯৮৬ সালের ২১ জানুয়ারি জন্মগ্রহণ করেন প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। বলিউডের একজন মেধাবী অভিনয়শিল্পী ছিলেন তিনি। তবে শোবিজে তার ক্যারিয়ার অভিনয় দিয়ে শুরু হয়নি।

প্রথমে ড্যান্সার হিসেবে কাজ শুরু করেন সুশান্ত। পরে একটি থিয়েটার দল যোগ দেন। এরপর তাকে দেখা যায় টেলিভিশনে।

একতা কাপুরের পবিত্র রিস্তা টিভি সিরিয়ালে কাজ করে সাফল্যের মুখ দেখেন তিনি। তারপরই সিনেমায় অভিনয় করা শুরু করেন তিনি। এরপর মাত্র সাত বছরের ক্যারিয়ারে অনেক দর্শক-ভক্তের হৃদয় জয় করে নিয়েছেন তিনি। জন্মদিনে তার কয়েকটি সিনেমার কথা জেনে নেওয়া যাক।

কাই পে চো (২০১৩)

বলিউডে এ সিনেমাটি দিয়ে তার সিনেমায় পথচলা শুরু হয়। তার সঙ্গে এতে অভিনয় করেছিলেন রাজকুমার রাও এবং অমিত সাধ। তিন কাছের বন্ধুর জীবনের গল্প দেখানো হয় সিনেমাটিতে।

দ্য আনটোল্ড স্টোরি (২০১৬)

এমএস ধোনি- দ্য আনটোল্ড স্টোরি সিনেমায় ভারতের সাবেক ক্রিকেট-ক্যাপটেন মহেন্দ্র সিং ধোনি'র চরিত্রে অভিনয় করে বলিউডে সবচেয়ে বেশি সাফল্য লাভ করেন সুশান্ত সিং রাজপুত।

কেদারনাথ (২০১৮)

এ সিনেমায় তার সাথে নবাগত হিসেবে অভিনয় করেন সারা আলী খান। এটি পরিচালনা করেছেন অভিষেক কাপুর।

ছিছোরে (২০১৯)

সুশান্ত বেঁচে থাকাকালীন এটিই তার থিয়েটারে মুক্তিপ্রাপ্ত শেষ সিনেমা। সেরা হিন্দি চলচ্চিত্র হিসেবে এ সিনেমা ভারতের ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল।

দিল বেচারা (২০২০)

তার শেষ সিনেমা, মৃত্যুর পরে মুক্তি পেয়েছিল ওটিটিতে। জন গ্রিনের দ্য ফল্ট ইন আওর স্টারস উপন্যাস থেকে তৈরি করা হয়েছে সিনেমাটি। মুক্তির পর সিনেমাটি সমালোচকদের প্রশংসা পেয়েছে।

২০২০ সালের ১৪ জুন নিজের বাসায় 'আত্মহত্যা' করেন সুশান্ত সিং রাজপুত।

দ্য টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank