রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ || ২৩ ভাদ্র ১৪৩১ || ০২ রবিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

অস্কার পুরস্কার ২০২২ : এক নজরে বিজয়ীরা

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১১:২৫, ২৮ মার্চ ২০২২

আপডেট: ১১:২৬, ২৮ মার্চ ২০২২

৪৫১৮

অস্কার পুরস্কার ২০২২ : এক নজরে বিজয়ীরা

চলচ্চিত্র জগতের সর্বোচ্চ পুরস্কার একাডেমি অ্যাওয়ার্ডের ৯৪তম আসরের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।

রোববার (২৭ মার্চ ) সকাল ৬টায় শুরু হয় চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক এ পুরষ্কার প্রদান অনুষ্ঠান। মোট ২৪টি ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হয়েছে। 

৯৪তম আসরে সবচেয়ে বেশি পুরষ্কার জিতেছে ‘ডুন’। ১০টি মনোনয়নের মধ্যে ছয়টি পুরস্কার জয় করে নিয়েছে ‘ডুন’।

একনজরে দেখে নেওয়া যাক যাদের হাতে উঠল এবারের অস্কার: 

সেরা চলচ্চিত্র: কোডা

শ্রেষ্ঠ পরিচালক : জেইন ক্যাম্পিয়ন (দ্য পাওয়ার অফ দ্য ডগ)

শ্রেষ্ঠ অভিনেতা : উইল স্মিথ (কিং রিচার্ড)।

শ্রেষ্ঠ অভিনেত্রী : জেসিকা চ্যাস্টেইন (দি আইজ অফ ট্যামি ফেই)।

সেরা প্রামাণ্যচিত্র: সামার অব সৌল (অর, হোয়েন দ্য রেভোল্যুশন কুড নট বি টেলিভাইসড)

সেরা পার্শ্ব অভিনেতা: ট্রয় কাটসার (কোডা)

সেরা পার্শ্ব অভিনেত্রী: আরিয়ানা ডিবোজ (ওয়েস্ট সাইড স্টোরি)

সেরা স্বল্পদৈর্ঘ্য ছবি: দ্য লং গুড বাই

সেরা মৌলিক গান: নো টাইম টু ডাই

সেরা সম্পাদনা: ডুন

সেরা এনিমেটেড সিনেমা: এনচ্যান্টো

সেরা প্রোডাকশন ডিজাইন: ডুন

সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড ছবি: দ্যা উইন্ডশিল্ড ওয়াইপার

সেরা প্রামান্যচিত্র (স্বল্পদৈর্ঘ্য): দ্য কুইন অফ বাস্কেটবল 

সেরা শব্দ: ডুন (ম্যাক রুথ, মার্ক ম্যানজিনি, ডাগ হেম্ফিল, থিও গ্রিন, রন বার্টলেট)
 
সেরা রূপসজ্জা ও চুলসজ্জা: দ্য আইস অব টেমি ফে (লিন্ডা ডাউডস, স্টেফানি ইনগ্রাম, জাস্টিন রেলে)

সেরা অ্যানিমেশন সিনেমা: এনকান্টো (ওয়াল্ট ডিজনি অ্যানিমেশন স্টুডিওস)

সেরা বিদেশি ভাষার সিনেমা: ড্রাইভ মাই কার (জাপান)

সেরা চিত্রনাট্য (মৌলিক): বেলফাস্ট (কেনেথ ব্রানা)

সেরা চিত্রনাট্য (সংগৃহীত): কোডা (শন হেডার)

সেরা পোশাক পরিকল্পনা: ক্রুয়েলা (জেনি বিভান)

সেরা ভিজ্যুয়াল ইফেক্ট: ডুন

সেরা সিনেমাটোগ্রাফি: ডুন

সেরা অরিজিনাল স্কোর: ডুন
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank