রোববার   ১৯ মে ২০২৪ || ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ || ০৮ জ্বিলকদ ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

শুরু হচ্ছে গ্রিন ইনক্লুসিভ বিজনেস আইডিয়াভিত্তিক রিয়েলিটি শো

সাই-টেক ডেস্ক

১৭:২১, ৪ সেপ্টেম্বর ২০২১

আপডেট: ১৭:২৫, ৪ সেপ্টেম্বর ২০২১

৫৯৫

শুরু হচ্ছে গ্রিন ইনক্লুসিভ বিজনেস আইডিয়াভিত্তিক রিয়েলিটি শো

পরিবেশ বান্ধব এবং এ সম্পর্কিত ব্যবসা সমূহের ধারণাভিত্তিক রিয়েলিটি শো ‘গ্রিন ইনক্লুসিভ বিজনেস আইডিয়াভিত্তিক রিয়েলিটি শো’ এর উদ্বোধন হচ্ছে আগামীকাল। এই রিয়েলিটি শো এর মাধ্যমে পরিবেশভিত্তিক উল্লেখ্যযোগ্য বিজনেস আইডিয়াকে প্রমোট করা হবে।

গ্রামীণ ব্যাংক ও গ্রিনটেক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ড. এ কে এম সাইফুল মজিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান সাবের হোসেন চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে থাকবেন জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ওয়াসিকা আয়েশা খান এমপি, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড.আতিউর রহমান, বাংলাদেশ সেন্টার ফর এডভান্সড স্টাডিজ এর নির্বাহী পরিচালক ড. আতিফ রহমান, এনবিআর এর সাবেক চেয়ারম্যান ড. মুহাম্মদ আব্দুল মজিদ, বাংলাদেশ ব্যাংকের টেকসই অর্থায়ন বিভাগের সাধারণ ব্যবস্থাপক খন্দকার মোর্শেদ মিল্লাত।

গ্রিনটেক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লুৎফর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করবেন বিআইবিএম-এর প্রফেসর ড. শাহ মো: আহসান হাবিব।

গ্রিন টেক ফাউন্ডেশনের আয়োজনে এই রিয়েলিটি শো-এ সহযোগীতা করছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল অর্থায়ন বিভাগ ও ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশ। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত