মঙ্গলবার   ২১ মে ২০২৪ || ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ || ১০ জ্বিলকদ ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রবিবার ভ্যাকসিন নিলেন ১ লাখ ২৫ হাজার ৭৫২ জন

স্টাফ করেসপন্ডেন্ট

১৯:১৯, ২৮ ফেব্রুয়ারি ২০২১

আপডেট: ১৯:৪১, ২৮ ফেব্রুয়ারি ২০২১

৫৫৪

রবিবার ভ্যাকসিন নিলেন ১ লাখ ২৫ হাজার ৭৫২ জন

রবিবার ভ্যাকসিন নিলেন ১ লাখ ২৫ হাজার ৭৫২ জন
রবিবার ভ্যাকসিন নিলেন ১ লাখ ২৫ হাজার ৭৫২ জন

দেশজুড়ে চলছে করোনাভাইরাসের গণটিকাদান কার্যক্রম। রবিবার (২৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যানুযায়ী সারাদেশে ১ লাখ ২৫ হাজার ৭৫২ জনকে প্রথম ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। এ নিয়ে দেশে মোট ৩১ লাখ ১০ হাজার ৫২৫ জনকে তা দেওয়া হলো। 

এদের মধ্যে বিভাগ ভিত্তিতে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি টিকা দেওয়া হয়েছে। এদিন এ সংখ্যা ৪৫,৯৪৫ জন। এদের মধ্যে ঢাকা মহানগরে টিকা নিয়েছেন ২৫ হাজার ৭১ জন। 

বিভাগভিত্তিক ভ্যাকসিন নেওয়ার হিসাবে দেখা গেছে-

ঢাকায় ৪৫ হাজার ৯৪৫ জনের মধ্যে পুরুষ ২৮,৬৪৬ জন এবং নারী ১৭,২৯৯ জন। 

চট্টগ্রামে ২৪ হাজার ৭৩৩ জনের মধ্যে পুরুষ ১৪,৫৮০ জন এবং নারী  ১০,১৫৩ জন। 

রাজশাহীতে ১১ হাজার ৮৭৯ জনের মধ্যে পুরুষ ৬,৮৫৫ জন এবং নারী ৫,০২৪ জন। 

রংপুরে ১০ হাজার ২৫৭ জনের মধ্যে পুরুষ ৫,৯৮২ জন এবং নারী ৪,২৭৫ জন। 

খুলনায় ১৮ হাজার ৪৫৬ জনের মধ্যে পুরুষ ১০,৫৫৪ জন এবং নারী ৭,৯০২ জন। 

সিলেটে ৫ হাজার ৩২ জনের মধ্যে পুরুষ ২,৯৩৮ জন এবং নারী ২,০৯৪ জন। 

ময়মনসিংহে ৪ হাজার ১২৯ জনের মধ্যে পুরুষ ২,২৯৬ জন এবং নারী ১,৮৩৩ জন। 

বরিশালে ৫ হাজার ৩২১ জনের মধ্যে পুরুষ ৩,৩০৪ জন এবং নারী ২,০১৭ জন।

এদিকে, রবিবার (২৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যানুযায়ী করোনাক্রান্ত হয়ে মারা গেছেন ৮ জন। এ নিয়ে মহামারিতে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৪০৮ জন। ১৩ হাজার ৪১১ জনের করোনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৩৮৫ জন। গত ৮ মার্চ থেকে এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৫ লাখ ৪৬ হাজার ২১৬ জন।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্পটলাইট বিভাগের সর্বাধিক পঠিত