সোমবার   ০৯ সেপ্টেম্বর ২০২৪ || ২৪ ভাদ্র ১৪৩১ || ০২ রবিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

তাপপ্রবাহে পাঠদান চালাতে সতর্কতামূলক ১১ নির্দেশনা মাউশির

অপরাজেয় বাংলা ডেস্ক

১৩:০৪, ২০ মে ২০২৪

৩৩১

তাপপ্রবাহে পাঠদান চালাতে সতর্কতামূলক ১১ নির্দেশনা মাউশির

এপ্রিলজুড়ে দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহের কারণে বন্ধ রাখা হয়েছিল শিক্ষা প্রতিষ্ঠান। পরবর্তীতে তাপপ্রবাহ কমে গেলে খুলে দেওয়া হয় শিক্ষা প্রতিষ্ঠান। কয়েকদিন পর আবার গরম শুরু হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম চালু রাখতে সতর্কতামূলক ১১ নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।

রোববার (১৯ মে) এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত ১১দফা নির্দেশনা দেওয়া হয়েছে।

মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম জিয়াউল হায়দার হেনরীর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের আওতাধীন মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে তীব্র তাপপ্রবাহকালীন শ্রেণি কার্যক্রম চালু অবস্থায় নিম্নলিখিত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো-

১) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রাত্যহিক সমাবেশ বন্ধ রাখা।

২) শ্রেণি কার্যক্রম চলাকালীন শ্রেণিকক্ষের সব দরজা-জানালা খোলা রাখা।

৩) শিক্ষাপ্রতিষ্ঠানের বৈদ্যুতিক পাখা, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (যদি থাকে) সচল রাখা।

৪) পর্যাপ্ত বিশুদ্ধ পানির সুব্যবস্থা রাখা।

৫) শিক্ষক-কর্মচারী-শিক্ষার্থীদের প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পানের ব্যবস্থা করা।

৬) নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা। যেন কোনো শিক্ষক-কর্মচারী-শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক জরুরি চিকিৎসাসেবা প্রদানের ব্যবস্থা করা যায়।

৭) প্রয়োজনীয় খাবার স্যালাইনের ব্যবস্থা রাখা।

৮) শিক্ষার্থীদের সার্বক্ষণিক শ্রেণিকক্ষে অবস্থান নিশ্চিত করা।

৯) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শিক্ষক-কর্মচারী-শিক্ষার্থীরা যেন যথাসম্ভব সূর্যের আলো থেকে নিজেদের দূরে রাখে, সে বিষয়টি নিশ্চিত করা।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত