শনিবার   ১৮ মে ২০২৪ || ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ || ০৮ জ্বিলকদ ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মেক্সিকোতে গোলাগুলি, নিহত অন্তত ১০

ইন্টারন্যাশনাল ডেস্ক

১২:০১, ২১ মে ২০২৩

৩০৬

মেক্সিকোতে গোলাগুলি, নিহত অন্তত ১০

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতর উত্তরাঞ্চলে বাজা ক্যালিফোর্নিয়ায় একটি কার-রেসিং শোতে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন।

রোববার (২১ মে)  স্থানীয় পৌর সরকারে করাত ‍দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। এর আগে শনিবার (২০ মে) এ ঘটনা ঘটে। গোলাগুলির পর মিউনিসিপ্যাল ও স্টেট পুলিশ, মেরিনস, ফায়ার ডিপার্টমেন্ট এবং মেক্সিকান রেড ক্রসসহ অন্যান্য সংস্থা ঘটনাস্থলে পৌঁছেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এনসেনাডা শহরের সান ভিসেন্টে এলাকায় অল-টেরেন কার রেসিং শো চলাকালীন এই হামলার ঘটনা ঘটে। ৯১১ তে রিপোর্ট করা বিবরণ অনুসারে, দুপুর সোয়া দুইটার পর লম্বা বন্দুকধারী লোকেরা একটি ধূসর ভ্যান থেকে বেরিয়ে গ্যাস স্টেশনে কার রেসিং শোতে অংশগ্রহণকারীদের ওপর গুলি করতে শুরু করে।

প্রাদেশিক অ্যাটর্নি জেনারেল রিকার্ডো ইভান কার্পিও সানচেজ গোলাগুলির ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ দল গঠন করেছেন জানিয়েছেন অঞ্চলটির মেয়র আরমান্দো আয়ালা রোবেলস।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত