শনিবার   ১৮ মে ২০২৪ || ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ || ০৮ জ্বিলকদ ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মন্ত্রণালয়ের অনুমোদন পেলো বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের কমিটি

ইন্টারন্যাশনাল ডেস্ক

১১:৩৬, ১৭ জানুয়ারি ২০২১

৬৭৭

মন্ত্রণালয়ের অনুমোদন পেলো বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের কমিটি

বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের ১২জন নির্বাহী সদস্যের নাম অনুমোদন দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার (১৬ জানুয়ারি) ক্লাবের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। 

২০২০/২১ অর্থবছরের জন্য ক্লাবের দায়িত্ব পালন করছেন তারা। এ বিষয়ে ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক বলেন, আন্তরিক সমর্থন ও সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। বর্তমানে মাস্কাট ও সালালাহতে ক্লাবের কার্যক্রম চলছে। সোহর ও সুহ’এ আরও দুটি ব্র্যাঞ্চ খোলার প্রক্রিয়া চলছে।  

করোনায় লকডাউন চলাকালীন দেশটিতে যেসব বাংলাদেশি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান। এছাড়া ওমান ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় রক্তদান কর্মসূচিও চালায় ক্লাবটি। 

১৯৯৫ সালে প্রতিষ্ঠিত ক্লাবটি বাংলাদেশি সম্প্রদায়ের উন্নতির জন্য কাজ করছে। সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে বহু সামাজিক-সাংস্কৃতিক কার্যক্রমও আয়োজন করেছে।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank