রোববার   ১৯ মে ২০২৪ || ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ || ০৯ জ্বিলকদ ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বিশ্বজুড়ে ইউটিউব পরিষেবায় বিপর্যয়

সাই-টেক ডেস্ক

১১:০৪, ২৮ ফেব্রুয়ারি ২০২৩

৫১৫

বিশ্বজুড়ে ইউটিউব পরিষেবায় বিপর্যয়

জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইউটিউবের পরিষেবা বিঘ্নিত হয়েছে। আউটেজ ট্র্যাকিং ওয়েব সাইট ডাউন ডিটেক্টকর ডটকম জানিয়েছে গতকাল সোমবার বিশ্বের বিভিন্ন দেশের কয়েক হাজার ব্যবহারকারী ইউটিউব ব্যবহার করতে পারেনি।

ডাউন ডিটেক্টর জানিয়েছেন, কমপক্ষে আট হাজার ব্যবহারকারী ইউটিউবের পরিষেবা গ্রহণ করতে পারেনি বলে তাদের কাছে তথ্য আছে।

তবে বার্তাসংস্থা রয়টার্সের পক্ষ থেকে ইউটিউবের সঙ্গে যোগাযোগ করা হলে, তারা এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

এরআগে জিমেইল ব্যবহারে বিঘ্ন ঘটেছে বলে অভিযোগ করেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থান করা এর কয়েক হাজার ব্যবহারকারীরা। এ সময় জিমেইল সেবায় এরর আসার কথাও জানানো হয়।

এ বিষয়ে ডাউন ডিটেক্টরের বরাতে ব্রিটেনের সংবাদ মাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, সোমবার সন্ধ্যা ৭টা ৮ মিনিট নাগাদ জিমেইল ব্যবহারকারীরা সমস্যার মুখে পড়ার অভিযোগ করেন।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত