শনিবার   ১৮ মে ২০২৪ || ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ || ০৮ জ্বিলকদ ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

এবার উত্তর কোরিয়ার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা

ইন্টারন্যাশনাল ডেস্ক

১১:৩৯, ১৮ নভেম্বর ২০২২

২০৪

এবার উত্তর কোরিয়ার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা

স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের একদিন পরে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। শুক্রবার (১৮ নভেম্বর) নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রটি হোক্কাইডো দ্বীপ থেকে প্রায় ১২০ কিলোমিটার পশ্চিমে জাপান সাগরে গিয়ে পড়ে। সম্প্রতি উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষার সর্বশেষ উৎক্ষেপণ ছিল এটি।

দক্ষিণ কোরিয়ার বরাতে এক প্রতিবেদনে রয়টার্স জানায়, বৃহস্পতিবার স্বল্প মাত্রার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ এবং একইদিন আঞ্চলিক নিরাপত্তা উপস্থিতি বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্রকে নিজেদের ‘কঠোর সামরিক প্রতিক্রিয়া’ সম্পর্কে সতর্ক করে দেওয়ার একদিন পর আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসুকাজু হামাদা বলেন, ক্ষেপণাস্ত্রটি ৬ হাজার কিলোমিটার উচ্চতায় উঠে ১৫ হাজার কিলোমিটার পর্যন্ত পথ অতিক্রম করেছে। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে পৌঁছানোর পরিসর সম্পর্কে জানান দেয়।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেন, ক্ষেপণাস্ত্রটি জাপানের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের অভ্যন্তরে পড়েছে বলে মনে করা হচ্ছে। ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তবে উত্তর কোরিয়ার বারবার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সহ্য করা যাবে না।

এর আগে, বৃহস্পতিবার (১৭ নভেম্বর) উত্তর কোরিয়া আরেকটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে বলে জানায় দক্ষিণ কোরিয়া। যুক্তরাষ্ট্র ও তাদের আঞ্চলিক মিত্রদের ‘দাঁতভাঙ্গা’ সামরিক জবাব দেওয়ার ব্যাপারে সতর্ক করে দেওয়ার পর পিয়ংইয়ং এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে।

সপ্তাহের শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উত্তর কোরিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো নিয়ে আলোচনা করেন। উত্তর কোরিয়া একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করায় দেশটির লাগাম টেনে ধরতে চীনকে চাপ দেন মার্কিন নেতা।

এদিকে পিয়ংইয়ং খুব শিগগিরই তাদের সপ্তম পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত