মঙ্গলবার   ২১ মে ২০২৪ || ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ || ১১ জ্বিলকদ ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আবারও ইউক্রেন ও রাশিয়াকে শান্তি আলোচনা শুরুর আহ্বান চীনের

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৩:০৯, ১৭ মার্চ ২০২৩

২৬৪

আবারও ইউক্রেন ও রাশিয়াকে শান্তি আলোচনা শুরুর আহ্বান চীনের

চীনের পররাষ্ট্রমন্ত্রী  বৃহস্পতিবার কিয়েভ ও মস্কোকে ‘যত দ্রুত সম্ভব’ পুনরায় শান্তি আলোচনা শুরু করার আহ্বান জানিয়ে বলেছেন, বেইজিং আশঙ্কা করছে ‘সংঘাত বাড়তে পারে এবং তা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।’ খবর এএফপি’র।

চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গং ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবাকে বলেন, বেইজিং ‘আশা করে যে সকল পক্ষ শান্ত থাকবে ও সংযম পালন করবে এবং যত তাড়াতাড়ি সম্ভব শান্তি আলোচনা আবার শুরু করে রাজনৈতিক সমাধানের পথে ফিরে আসবে।’

তিনি আরো বলেন, চীন আশা করে যে, ইউক্রেন ও রাশিয়া সংলাপ এবং সমঝোতার আশা ধরে রাখবে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত