শনিবার   ২০ এপ্রিল ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১ || ০৯ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চিরনিদ্রায় শায়িত মাসুম আজিজ

স্টাফ করেসপন্ডেন্ট

২৩:৩৮, ১৮ অক্টোবর ২০২২

৫৬২

চিরনিদ্রায় শায়িত মাসুম আজিজ

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ভালোবাসায় নিজের জন্মস্থান পাবনার ফরিদপুরে  চিরনিদ্রায় শায়িত হলেন একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা, নাট্যনির্মাতা মাসুম আজিজ।

মঙ্গলবার (১৮ অক্টোবর) রাত ৮টায় মাসুম আজিজের মরদেহবাহী ফ্রিজার ভ্যানটি ফরিদপুর পৌর সদরের খলিসাদহ এলাকায় পৌঁছায়। সেখানে স্বজন প্রতিবেশীরা শেষবারের মতো দেখতে ভিড় করেন।

সেখান থেকে রাত সোয়া ৮টার দিকে মরদেহ নেওয়া হয় ফরিদপুর পৌর সদরে বীর মুক্তিযোদ্ধা ওয়াজি উদ্দিন খান মুক্তমঞ্চে। সেখানে মাসুম আজিজের মরদেহে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।

পরে সাড়ে ৮টায় জানাজা শেষে তার ইচ্ছানুযায়ী ফরিদপুর পৌর কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে বেলা ৩টায় ঢাকা থেকে আরিচা-কাজিরহাট নৌপথ হয়ে মরদেহ নিয়ে ফরিদপুরের উদ্দেশে রওনা হন স্বজনরা।

জানাজা নামাজের আগে বক্তারা বলেন, মাসুম আজিজ একাত্তরে মুক্তিযুদ্ধের পক্ষে ফরিদপুরে সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে যুব সমাজ ঐক্যবদ্ধ করেছিলেন। তার মৃত্যুতে দেশপ্রেমিক কে হারালো এ দেশের মানুষ। তার শূন্যতা পূরণ হবার নয়।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank