বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১ || ১৪ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

লাইফ সাপোর্টে অভিনেতা মাসুম আজিজ

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১৪:২৫, ১৩ অক্টোবর ২০২২

আপডেট: ১৪:২৭, ১৩ অক্টোবর ২০২২

৬৯০

লাইফ সাপোর্টে অভিনেতা মাসুম আজিজ

একুশে পদকপ্রাপ্ত অভিনয়শিল্পী, নাট্যকার মাসুম আজিজ গুরুতর অসুস্থ। তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ‘লাইফ সাপোর্টে’ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তার স্ত্রী সাবিহা জামান।

অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম জানান মাসুম আজিজ গত কয়েক বছর ধরে ক্যানসারে ভুগছেন।

নাসিম বলেন, ‘গত সপ্তাহে মাসুম ভাই অসুস্থ হয়ে পড়েন। তাকে সেসময়েই স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। এরপর অবস্থা খারাপ হলে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল সেখান থেকে আজ সকালে (বৃহস্পতিবার) লাইফ সাপোর্টে নেওয়া হয়।’

গত কয়েক বছর ধরেই ক্যানসার এই অভিনেতার শরীরে বাসা বাঁধে। চলতি বছরের জানুয়ারি থেকে তিনি নিয়মিত কেমোথেরাপি ও চিকিৎসা নিয়ে আসছিলেন।

শিল্পকলায় বিশেষ অবদান রাখায় মাসুম আজিজ ২০২২ সালে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক পান। ১৯৫৩ সালের ২২ অক্টোবর পাবনার ফরিদপুর উপজেলার খাগড়বাড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।

১৯৭২ থেকে নাট্যচর্চা শুরু করে ১৯৮৫ সালে বাংলাদেশ টেলিভিশনে নাট্যশিল্পী হিসেবে তালিকাভুক্ত হন মাসুম আজিজ। ওই বছরই প্রয়াত আবু তাহেরের প্রযোজনায় বাংলাদেশ টেলিভিশনে প্রাচী নাটকের একটি মুখ্য চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তার টেলিভিশন অভিনয়ের শুরু। তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন টেলিভিশনসহ শিল্পের প্রায় প্রতিটি শাখায়।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank