শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ || ৫ বৈশাখ ১৪৩১ || ০৭ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

২০২০: বিনোদনে যতো শূন্যতা

বিনোদন ডেস্ক

১৩:৪১, ২৬ ডিসেম্বর ২০২০

আপডেট: ১৯:৪৯, ২৭ ডিসেম্বর ২০২০

১০৩১

২০২০: বিনোদনে যতো শূন্যতা

বিয়োগান্তক বছর হিসেবে দুঃসহ স্মৃতির পাতায় থেকে যাবে ২০২০ সাল। এক করোনাভাইরাসই ওলটপালট করে দিয়েছে পুরো পৃথিবী। যার জেরে সৃষ্ট অর্থনৈতিক মন্দা, তা থেকে সংঘাত, বেকারত্বের অভিশাপ-একের পর এক ধাক্কা গায়ে লেগেছে।

সেই ধাক্কা আরও বাড়িয়ে দিয়েছে প্রিয় তারকাদের বিদায়। এবার একে একে প্রস্থান নিয়েছেন দেশ-বিদেশের উঠতি সম্ভাবনাময় তরুণ থেকে বয়োজ্যেষ্ঠ গুণী অভিনেতা-অভিনেত্রী। তাদের চিরতরে বিদায় জানানো ছিল সত্যিই বেদনাদায়ক।

দূরে থেকেও মনের কাছাকাছি ছিলেন তারা। হাত বাড়িয়ে ছোঁয়া না গেলেও আপনাআপনিই প্রিয়তর হয়ে উঠেছিলেন। স্বভাবতই হৃদয়ের একটা কোণ ফাঁকা করে দিয়েছেন ওরা।

বাংলাদেশ
সবশেষ শনিবার সকালে আমাদের কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় নাট্যাভিনেতা আবদুল কাদের। চলতি বছরই চিরবিদায় নিয়েছেন ‘বেদের মেয়ে জোছনা’খ্যাত প্রযোজক, পরিচালক মতিউর রহমান পানু। ঢালিউডের অন্যতম ব্যবসা সফল ছবি ‘গ্যাং লিডার’- এর অভিনেতা রানা হামিদ মারা গেছেন। 

এ বছরই চিরপ্রস্থান করেছেন দেশের ‘প্লেব্যাক সম্রাট’ এন্ড্রু কিশোর। বরেণ্য সংগীত ব্যক্তিত্ব আলাউদ্দীন আলী মৃত্যুবরণ করেছেন। নাট্যদল ‘থিয়েটার’–এর আলোচিত সংগঠক ও শক্তিমান অভিনেতা কে এস ফিরোজ আর নেই। মারা গেছেন নন্দিত অভিনেতা সাদেক বাচ্চু। 

ক্যান্সারের সঙ্গে চার বছরের লড়াই শেষে চিরবিদায় নিয়েছেন অভিনেতা, নির্দেশক আলী যাকের। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সাবেক সাধারণ সম্পাদক শরীফউদ্দীন খান দীপু চলে গেছেন। দেশের জনপ্রিয় সুরকার সেলিম আশরাফ মারা গেছেন। মঞ্চ ও পথ নাটকের অন্যতম মুখ মান্নান হীরার মৃত্যু হয়েছে।

‘জিঘাংসা’ ছবির খুরশিদ আলম ও রুনা লায়লার গাওয়া ‘পাখির বাসার মতো দুটি চোখ তোমার, ঠিক যেন নাটোরের বনলতা সেন’ গানটি তুমুল জনপ্রিয়তা পায় ’৭০ দশকে। সেই গানে পর্দায় ঠোঁট মিলিয়েছিলেন নায়ক ওয়াসিম ও জবা চৌধুরী। সেই নায়িকা মৃত্যুবরণ করেছেন।

ভারত
এপার বাংলা-ওপার বাংলাকে শোকাচ্ছন্ন করে চলে গেছেন ভারতীয় কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। বছরের মাঝামাঝি অল্প সময়ের ব্যবধানে বলিউড হারায় দুই শক্তিমান অভিনেতা ঋষি কাপুর ও ইরফান খানকে। তরুণ নায়ক সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা ভারতে ঝড় তোলে।

পরপারে পাড়ি জমিয়েছেন ভারতীয় অভিনেতা ও রাজনীতিক তাপস পাল। প্রথম বাঙালি ক্যাবারে নৃত্যশিল্পী মিস শেফালি মারা গেছেন। প্রয়াত হয়েছেন বলিউড অভিনেতা ফারাজ খান। সুশান্তের মতো আত্মহত্যা করেছেন বলি তারকা আসিফ বসরা। 

মারা গেছেন ভারতীয় টিভি অভিনেতা সমীর শর্মা, লিজেন্ড তামিল অ্যাকশন হিরো চিরঞ্জীবী সারজা। না ফেরার দেশে গমন করেছেন কলকাতার মেধাবী অভিনেতা মনু মুখোপাধ্যায়, নৃত্যশিল্পী অমলাশঙ্কর ও সরোজ খান। চিরবিদায় নিয়েছেন ইন্ডিয়ান প্রতিভাধর পরিচালক বাসু চ্যাটার্জি ও কণ্ঠশিল্পী পণ্ডিত জসরাজ। পটল তুলেছেন বলিউড অভিনেতা মোহিত বাঘেল ও অভিনেত্রী নিম্মি।

হলিউড
চলতি বছর বিশ্ব হারিয়েছে কিম কি দুকের মতো অসাধারণ চলচ্চিত্র নির্মাতাকে। তাতে শোকে স্তব্ধ হয়ে যায় গোটা দক্ষিণ কোরিয়া। ব্যতিক্রম ছিল না বিশ্ব সিনে অঙ্গন। জেমস বন্ডের চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে ব্যাপক তারকাখ্যাতি পাওয়া স্কটিশ জাঁদরেল অভিনেতা শন কনারির প্রস্থান হয়েছে এবারই। 

আমেরিকান সঙ্গীতশিল্পী কেনি রজার্স মৃত্যুবরণ করেছেন। মার্কিন অভিনেতা চ্যাডউইক বোসম্যান মারা গেছেন। চিরবিদায় নিয়েছেন তার স্বদেশী অভিনেতা কার্ক ডগলাস। স্বাভাবিকভাবেই বিশ্ব বিনোদন অঙ্গনে ব্যাপক শূন্যতার সৃষ্টি হয়েছে। শোকের মুহ্যমান শোবিজ অঙ্গন সংশ্লিষ্টরা।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank