বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ || ২৫ বৈশাখ ১৪৩১ || ২৮ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ঢাকায় গান শোনাবেন নচিকেতা

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১৫:২০, ৩ নভেম্বর ২০২৩

৩৬৩

ঢাকায় গান শোনাবেন নচিকেতা

দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী ঢাকায় আসছেন গান শোনাতে। আগামী ১০ নভেম্বর তিনি ঢাকার কৃষিবিদ ইন্সটিটিউট বাংলাদেশ মিলনায়তনে গান শোনাবেন। তাকে নিয়ে হচ্ছে 'নচিকেতা লাইভ ইন ঢাকা উইথ জয় শাহরিয়ার'। 

এই কনসার্ট আয়োজনের মূল উদ্দেশ্য শিল্পী নচিকেতার সংগীত ক্যারিয়ারের ত্রিশ বছর উদযাপন। ১৯৯৩ সালে প্রকাশ পায় নচিকেতার প্রথম অ্যালবাম 'এই বেশ ভালো আছি'। তারপর ত্রিশ বছর ধরে বাংলা গানের শ্রোতাদের মুগ্ধ করে চলেছেন কলকাতার এই শিল্পী নিজের কথা, সুর আর কণ্ঠে। এই অনুষ্ঠানে আরও গান করবেন শিল্পী জয় শাহরিয়ার। 

কলকাতায় ইতিমধ্যেই এই আয়োজন উদযাপিত হয়েছে 'তিরিশে নচিকেতা' শিরোনামে। তারই ধারাবাহিকতায় ঢাকায় শিল্পীর অনুরাগীদের জন্য এই আয়োজন করছে আজব রেকর্ডস ও আজব কারখানা। ইতিমধ্যেই অনুষ্ঠানের টিকেট বিক্রি শুরু হয়েছে অনলাইনে গেট সেট রক ওয়েবসাইটে। এই অনুষ্ঠানের সহযোগী হিসেবে আছে টফি, গো জায়ান ও ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank