সোমবার   ১২ মে ২০২৫ || ২৮ বৈশাখ ১৪৩২ || ১১ জ্বিলকদ ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কে-পপ তারকা মুনবিনের মৃত্যু

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১৬:০০, ২০ এপ্রিল ২০২৩

কে-পপ তারকা মুনবিনের মৃত্যু

দক্ষিণ কোরিয়ার কে-পপ বয় ব্যান্ড অ্যাস্ট্রোর সদস্য, তারকা গায়ক, অভিনেতা ও মডেল মুনবিন (২৫) মারা গেছেন। আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি এবং সিএনএন মুনবিনের সঙ্গীত লেবেল ফ্যানটাজিওর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী ফ্যানটাজিও জানায়, 'অ্যাসট্রো ও ফ্যানটাজিওর অন্যান্য শিল্পী ও কর্মীরা গভীরভাবে শোকাহত ও স্তম্ভিত। আমরা তার জন্য শোক পালন করছি।'

২০১৬ সালে অ্যাস্ট্রোর সদস্য হিসেবে আত্মপ্রকাশ করার আগে শৈশবে মুনবিন অভিনয় করতেন। আগামী মাসে দক্ষিণ কোরিয়ার বুসান শহরে তার একটি কনসার্টে অংশ নেওয়ার কথা ছিল। তিনি অ্যাস্ট্রোর পাশাপাশি আরেকটি কে-পপ ডুও 'মুনবিন অ্যান্ড সানহা'তেও কাজ করতেন।

স্থানীয় গণমাধ্যম ইয়নহাপ নিউজ জানায়, মুনবিনকে সিউলের গ্যাংনাম জেলায় অবস্থিত নিজ বাসভবনে মৃত অবস্থায় পাওয়া যায়। তার ম্যানেজার তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশের ধারণা, তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে তারা ময়নাতদন্ত ছাড়া এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank