শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১ || ০৮ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বিশ্বজুড়ে নাচের মঞ্চে লাল-সবুজ পতাকা ওড়াতে চান হিরু-চাঁদনী জুটি

এন্টারটেইনমেন্ট ডেস্ক

০১:০১, ১ এপ্রিল ২০২৩

আপডেট: ০১:০৩, ১ এপ্রিল ২০২৩

৭৮৬

বিশ্বজুড়ে নাচের মঞ্চে লাল-সবুজ পতাকা ওড়াতে চান হিরু-চাঁদনী জুটি

যে ক’জন নাচের মানুষ নিরলস নেচে যাচ্ছেন পর্দায় ও মঞ্চে, পরিচালনা করছেন বড় একটি দল- তাদের মধ্যে অন্যতম নৃত্যজন আনিসুল ইসলাম হিরু। চার দশক ধরে নাচ নিয়ে কাজ করছেন হিরু ও তার দল।

চলতি মার্চেই হিরু ও তার দল মাতিয়ে এলেন মধ্যপ্রাচ্যের দেশ জর্ডান। দেশটিতে ৭দিনে তারা পাঁচটি বড় আয়োজনে মুগ্ধ করেছেন দর্শকদের। 

জর্ডান থেকে ফিরেই আবার ভারতের আগরতলায়। সেখানে হিরু ও তার দল অংশ নেয় বইমেলার উদ্বোধনী আয়োজনে। 

অনেক দিন ধরেই আনিসুল ইসলাম হিরু ও মেহবুবা মাহনূর চাঁদনী (অভিনেত্রী) একসঙ্গে জুটি বেঁধে নাচছেন দেশ-বিদেশের মঞ্চে। তাদের সঙ্গে রয়েছে বড় একটি দল। বিশ্বজুড়ে ব্যতিক্রমী সব আয়োজনে মঞ্চে লাল-সবুজের পতাকা ওড়াতে চান হিরু-চাঁদনী জুটি।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank