শনিবার   ১০ মে ২০২৫ || ২৭ বৈশাখ ১৪৩২ || ১০ জ্বিলকদ ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মেকআপ ছাড়া কোনো নায়িকা সুন্দরী না: ফারিয়া শাহরিন

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১৬:১৫, ১৬ অক্টোবর ২০২৩

মেকআপ ছাড়া কোনো নায়িকা সুন্দরী না: ফারিয়া শাহরিন

শোবিজের নায়িকাদের সংসার হরহামেশাই ভাঙে। যে প্রগাঢ় ভালোবাসা নিয়ে ভালোবাসার মানুষটির সঙ্গে ঘর বাঁধেন তারা, সেটা বছর না পেরোতেই বিষাদে রূপ নেয়! ফলে দুজনের দুটি পথ বেঁকে যায়।

কিন্তু নায়িকাদের সংসার কেন ভাঙে— এই প্রশ্নের উত্তর একেকজন একেকভাবে দিয়ে থাকেন। তবে সম্প্রতি অভিনেত্রী ফারিয়া শাহরিন নিজের মতো করে একটি উত্তর খুঁজে পেয়েছেন, যা বাংলিশ স্ট্যাটাসে সমাজমাধ্যমের পাতায় প্রকাশ করেছেন।

ফারিয়া শাহরিন লিখেছেন, ‘আজ সারাদিন ভাবলাম, নায়িকাদের সংসার কেন টিকে না! আমি আমার মতামত দিচ্ছি, কারও দুঃখ লাগলে দয়া করে ক্ষমা করবেন। নায়িকা হলো স্বপ্নের মানুষ। স্বপ্নে তার হাত ধরে ঘোরা যায়, সংসার করা যায়, আকাশ ছোঁয়া যায়। লুতুপুতু প্রেম করা যায়, তার কথা ভাবতে ভাবতে অনেক কিছুই পুরুষরা করে; ওইটা আর নাই বললাম থাক!’

বাস্তব জীবনের কিছু উদাহরণ টেনে তিনি বলেন, ‘ওই নায়িকাকে যখন দেখবেন বাসায় ছেঁড়া গেঞ্জি পরে রান্না করতেছে, মেকআপ ছাড়া বউয়ের মতো মাথায় তেল দিয়ে বাসা ঝাড়ু দিচ্ছে, দাঁত মাঝতেছে, টয়লেট করতেছে, পেত্নির মতো দুই পা ঝুলাইয়া মোবাইল টিপতেছে আর খাচ্ছে, ওই নায়িকা তখন আর স্বপ্নের নায়িকা থাকবে না। বরং বাস্তবের জরিনা হয়ে যাবে।’

মেকআপ ছাড়া খুব কম নায়িকাই সুন্দরী বলে মনে করেন ফারিয়া শাহরিন। তার মতে, ‘মেকআপসহ টিভিতে, টিকটকে, সোশ্যাল মিডিয়ায় দেখা কোনো নায়িকা লুতুপুতু সুন্দরী না। খুব কমই নায়িকা আছে যে, ন্যাচারালি সুন্দর। আর হলেও রোজ কি একই তরকারি দিয়ে ভাত খেতে ভালো লাগে? তাই নায়িকারা টিভির জগতে থাকলেই সুন্দর। বাস্তবে শাকচুন্নি হওয়ার থেকে স্বপ্নের অপ্সরা হয়ে বেঁচে থাকলেই বরং ভালো।’

২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন ফারিয়া শাহরিন। পরে বাংলালিংকের ‘কথা দিলাম’ প্যাকেজের বিজ্ঞাপনচিত্রটি তার পরিচিতি বাড়িয়ে দেয়। অভিনয় করেছেন চলচ্চিত্রেও। দুটি ধারাবাহিকে অভিনয় করেছিলেন তিনি। একটি ‘দৈনিক তোলপাড়’ ও দ্বিতীয়টি ‘এয়ারকম’। সর্বশেষ কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অন্তরা চরিত্রে অভিনয় করে আলোচিত হন ফারিয়া শাহরিন।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank