বুধবার   ০৮ মে ২০২৪ || ২৪ বৈশাখ ১৪৩১ || ২৭ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চলচ্চিত্রকার শহীদুল হক খান আর নেই

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১৪:১৪, ২০ এপ্রিল ২০২৩

৩৪৭

চলচ্চিত্রকার শহীদুল হক খান আর নেই

ক্যানসারের সঙ্গে যুদ্ধে হেরে গেলেন চলচ্চিত্রকার, নাট্যনির্মাতা ও সাংবাদিক শহীদুল হক খান। গতকাল বুধবার রাত ১১টায় নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার পারিবারিক সূত্র তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেছে। 

জানা যায়, দীর্ঘ দিন ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। সেই সঙ্গে ছিল অভাব-অনটন। চিকিৎসা খরচ চালাতে নিঃস্ব হয়ে যান। 

১৯৭৩ সালে সমরেশ বসুর উপন্যাস অবলম্বনে বাংলাদেশে প্রথম ভারতীয় নায়িকা ঝুমুর গাঙ্গুলিকে এনে নির্মাণ করেন প্রথম চলচ্চিত্র ‘ছুটির ফাঁদে’। একই সিনেমাতে নিজের লেখা গানের জন্য তিনি গীতিকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

পরে শহীদুল হক খান একের পর এক চলচ্চিত্র ও নাটক পরিচালনা করেন। ১৯৯৪ সালে বিটিভিতে তিনিই প্রথম সাহিত্যিক ইমদাদুল হক মিলনের লেখা ও তার পরিচালনায় ‘কোথায় সেজন’ দিয়ে প্যাকেজ নাটক নির্মাণ শুরু করেন।

অসংখ্য টিভি নাটক নির্মাণ করেছেন শহীদুল হক খান। তার হাত ধরেই ‘নায়ক’ নাটক দিয়ে মিডিয়াতে প্রথম আগমন ঘটে চিত্রনায়িকা পপির। এই নাটকে ইলিয়াস কাঞ্চনের নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন পপি।

বিভিন্ন পত্রিকায় শহীদুল হক খান সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তার লেখা বেশ কয়েকটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। তার মৃত‌্যুতে চলচ্চিত্রাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

ক্যানসারের সঙ্গে যুদ্ধে হেরে গেলেন চলচ্চিত্রকার, নাট্যনির্মাতা ও সাংবাদিক শহীদুল হক খান। গতকাল বুধবার রাত ১১টায় নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার পারিবারিক সূত্র তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেছে। 

জানা যায়, দীর্ঘ দিন ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। সেই সঙ্গে ছিল অভাব-অনটন। চিকিৎসা খরচ চালাতে নিঃস্ব হয়ে যান। 

১৯৭৩ সালে সমরেশ বসুর উপন্যাস অবলম্বনে বাংলাদেশে প্রথম ভারতীয় নায়িকা ঝুমুর গাঙ্গুলিকে এনে নির্মাণ করেন প্রথম চলচ্চিত্র ‘ছুটির ফাঁদে’। একই সিনেমাতে নিজের লেখা গানের জন্য তিনি গীতিকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

পরে শহীদুল হক খান একের পর এক চলচ্চিত্র ও নাটক পরিচালনা করেন। ১৯৯৪ সালে বিটিভিতে তিনিই প্রথম সাহিত্যিক ইমদাদুল হক মিলনের লেখা ও তার পরিচালনায় ‘কোথায় সেজন’ দিয়ে প্যাকেজ নাটক নির্মাণ শুরু করেন।

অসংখ্য টিভি নাটক নির্মাণ করেছেন শহীদুল হক খান। তার হাত ধরেই ‘নায়ক’ নাটক দিয়ে মিডিয়াতে প্রথম আগমন ঘটে চিত্রনায়িকা পপির। এই নাটকে ইলিয়াস কাঞ্চনের নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন পপি।

বিভিন্ন পত্রিকায় শহীদুল হক খান সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তার লেখা বেশ কয়েকটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। তার মৃত‌্যুতে চলচ্চিত্রাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank