শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১ || ১৪ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

দাউদ ইব্রাহিমের বায়োপিক ‘ডি কোম্পানি’র টিজার প্রকাশ

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১৮:২৭, ২৩ জানুয়ারি ২০২১

আপডেট: ২০:২৮, ২৩ জানুয়ারি ২০২১

২২১২

দাউদ ইব্রাহিমের বায়োপিক ‘ডি কোম্পানি’র টিজার প্রকাশ

ছবির পোস্টার ও রাম গোপাল ভার্মা
ছবির পোস্টার ও রাম গোপাল ভার্মা

ভারতের মুম্বাইয়ের অপরাধ জগতের প্রধান দাউদ ইব্রাহিম। ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল এবং মার্কিন সাময়িকী ফোর্বস-এর বিশ্বের শীর্ষ পলাতক অপরাধীদের যার স্থান তৃতীয়। ১৯৮০ সাল থেকে দেশটির বাণিজ্য নগরীতে মাফিয়ার রাজত্ব শুরু হয় তার হাতেই। সে রাজত্ব পরিচালনায় ৫ হাজার সদস্যের দল তৈরি করে দাউদ ইব্রাহিম, যার নাম দেন ‘ডি কোম্পানি’। 

ডি কোম্পানির নামেই এবার দাউদ ইব্রাহিমের জীবনী নির্ভর চলচ্চিত্র বানাচ্ছেন ভারতের বিখ্যাত পরিচালক ও প্রযোজক রাম গোপাল ভার্মা। শনিবার (২৩ জানুয়ারি) প্রকাশ করা হয়েছে ছবিটির টিজারও। এর মধ্য দিয়েই প্রায় ১৬ বছর পর নিজের গ্যাংস্টার সিরিজ নিয়ে ফিরছেন তিনি।

দাউদ ইব্রাহিমের প্রতিষ্ঠিত ডি কোম্পানি নিয়েই ১৯৯৮ সালে মুক্তি পায় গ্যাংস্টার সিরিজের প্রথম চলচ্চিত্র ‘সত্য’। সেসময় বেশ আলোড়ন ফেলে ছবিটি। সেরা সমালোচক চলচ্চিত্রসহ জিতে নেয় ছয়টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড।  

২০০২ সালে মুক্তি পায় সিরিজের দ্বিতীয় ছবি ‘কোম্পানি’। আর ২০০৫ সালে মুক্তি দেয়া হয় সিরিজের সর্বশেষ ছবি ‘ডি’। সবকটি ছবিই ছিল ব্যবসা সফল। এবার দাউদ ইব্রাহিমের বায়োপিক বক্স অফিসে ঝড় তুলবে বলেই মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা। 

টুইটারে চলচ্চিত্রের টিজার শেয়ার করে রাম গোপাল ভার্মা লিখেন, ছবিটি শুধুমাত্র দাউদ ইব্রাহিমকে নিয়ে নয়, যারা ডি কোম্পানির ছত্রছায়ায় চলেছে এবং জীবন হারিয়েছে তাদের কথাও উঠে এসেছে এখানে। 

ছবিটিকে নিজের জীবনের স্বপ্নের প্রজেক্ট হিসেবে মন্তব্য করে তিনি বলেন, এটা আমার কাছে স্বপ্নের প্রকল্প। কারণ চলচ্চিত্রটি আমার ২০ বছরের গবেষণার ফসল। যাবতীয় তথ্য পেতে আমাকে অসংখ্য মাফিয়া সদস্য থেকে শুরু বন্দুকযুদ্ধে অংশ নেয়া পুলিশ ও তাদের মধ্যস্ততাকারীদের সাথে কথা বলতে হয়েছে। 

চলচ্চিত্রে জড়িত অনেকেই আন্ডারওয়ার্ল্ডের সাথে সম্পর্ক রেখেছে। রাজনৈতিক, চলচ্চিত্র তারকা ও মাফিয়ার মিশেল সম্পর্কে জানতে আমি সবসময় আগ্রহী ছিলাম। 

টিজার প্রকাশ পেলেও ঠিক কখন ছবিটি মুক্তি পাবে সে বিষয়ে কিছু জানাননি রাম গোপাল ভার্মা। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank