বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১ || ১৩ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

২০২১ সালে বলিউড কাঁপাবে যেসব সিনেমা

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১৫:২৫, ৩ জানুয়ারি ২০২১

আপডেট: ১৫:৩১, ৩ জানুয়ারি ২০২১

২৫৫৪

২০২১ সালে বলিউড কাঁপাবে যেসব সিনেমা

করোনা মহামারির কারণে ২০২০ সালে বিপর্যস্ত ছিল বলিউড। লকডাউনের কারণে দীর্ঘদিন সিনেমা হল বন্ধ থাকে। ফলে বড় পর্দার ছবিকে টেক্কা দেয় ওয়েব সিরিজ। স্বভাবতই মুখ থুবড়ে পড়ে গেল বছরের বহুল প্রত্যাশিত চলচ্চিত্রগুলো। আশানুরূপ মুনাফা করতে পারেনি সেগুলো। তবে নতুন বছরে ঘুরে দাঁড়াতে মরিয়া টিনসেল টাউন। ২০২১ সালে বাম্পার ব্যবসার স্বপ্ন দেখছেন সিনে সংশ্লিষ্টরা। চলুন, দেখে নেয়া যাক এ বছর কোন কোন বলি সিনেমা ব্যাপক সাড়া জাগাতে পারে সেই তালিকা-

পাঠান: ২০১৮ সালের পর ফের বড় পর্দায় কামব্যাক করছেন শাহরুখ খান। সিনিয়র পরিচালক সিদ্ধার্থ আনন্দের সিনেমা ‘পাঠান’ দিয়ে ফিরছেন তিনি। তার সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন বলি কুইন দীপিকা পাড়ুকোন এবং মার্শাল আর্ট মাস্টার জন আব্রাহাম। পাশাপাশি  ক্যামিও চরিত্রে অভিনয় করছেন সালমান খান। স্বাভাবিকভাবে এ বছর আলোচনায় থাকছে সেটি।

সূর্যবংশী: অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফ, রণবীর সিং, অজয় দেবগণ অভিনীত বহুল আলোচিত ‘সূর্যবংশী’ মুক্তি পাওয়ার কথা ছিল ২০২০ সালের মার্চে। কিন্তু কোভিড-১৯ পরিস্থিতির কারণে তারিখ পিছিয়ে যায়। চলতি বছরের প্রথমার্ধেই ছবিটি শুভমুক্তির কথা।

৮৩: ২০১৮ সালে রূপকথার বিয়ের পর প্রথমবারের মতো এ বছর অনস্ক্রিনে একসঙ্গে হাজির হবেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। আসন্ন ‘৮৩’-তে আরেক পাওয়ার কাপল’র ভূমিকায় অভিনয় করবেন তারা। ১৯৮৩ সালে ভারতকে প্রথম ক্রিকেট বিশ্বকাপ এনে দেন কিংবদন্তি অলরাউন্ডার কপিল দেব। সেই বিশ্বজয় ঘিরে নির্মিত ছবিতে তার চরিত্রে রূপায়ন করেছেন রণবীর। আর কিংবদন্তি অলরাউন্ডারের স্ত্রী রোমির চরিত্রে রূপদান করেছেন দীপিকা।ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল ২০২০ সালেই। কিন্তু কোভিড-১৯ পরিস্থিতির কারণে তারিখ পিছিয়ে যায়। চলতি বছরেই সেটি মুক্তি পাবে। সিনেমাটির জন্য দিন গুনছেন ক্রিকেটপ্রেমীরাও।

ব্রহ্মাস্ত্র: অতিমারি না হলে রণবীর কাপুর এবং আলিয়া ভাটকে গেল ডিসেম্বরেই একসঙ্গে প্রথমবার একই সিনেমায় দেখা যেতো। কিন্তু তাদের জুটির প্রথম ছবি ‘ব্রহ্মাস্ত্র’-র মুক্তি পিছিয়ে গেছে। বিগ বি অমিতাভ বচ্চনও এতে অভিনয় করেছেন। ২০২১ সালেই সেটি মুক্তি পাবে। নতুন কেমিস্ট্রি দেখার অপেক্ষায় সিনেপ্রেমীরা।

রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই: এ বছর সালমান খানেরও মোস্ট ওয়ান্টেড ছবি এটি। এতে আরও অভিনয় করেছেন হালের সেনসেশন দিশা পাটানি ও রণদীপ হুদা। ড্যান্স মাস্টার ও গুণী নির্মাতা প্রভুদেবার পরিচালনায় ছবির কাজ শেষ হয়েছে গেল অক্টোবরেই। সবকিছু ঠিক থাকলে এবারই সেটি মুক্তি পাবে।

পৃথ্বীরাজ: মানুষী চিল্লরের প্রথম ছবি ‘পৃথ্বীরাজ’ মুক্তি পাওয়ার কথা এ বছরই। তার বিপরীতে অভিনয় করবেন অক্ষয় কুমার। ঐতিহাসিমক সিনেমাটি ঘিরে দর্শকদের উন্মাদনা উতুঙ্গে।

জার্সি: সুপারহিট তেলেগু চলচ্চিত্র ‘জার্সি’-র হিন্দি সংস্করণ আসছে একই নামে। সিনেমায় ক্রিকেটপাগল দর্শকের ভূমিকায় অভিনয় করেছেন শহীদ কাপুর। যার জাতীয় দলে খেলার স্বপ্ন পূরণ হবে ৪০ বছর বয়স পেরিয়ে। আগের সিক্যুয়েল নির্মাণ করেন মেধাবী পরিচালক গৌতম তিন্নানুরি। দ্বিতীয় কিস্তিও তিনি তৈরি করছেন। ছবিটি এ বছরই মুক্তি পাবে।

দ্য সং অব স্করপিয়নস: প্রয়াত ইরফান খান অভিনীত ‘দ্য সং অব স্করপিয়নস’ প্রদর্শিত হয় ২০১৭ সালে। সেবার লোকার্নো চলচ্চিত্র উৎসবে তা দেখানো হয়। চলতি বছর ভারতে ছবিটি মুক্তি পাওয়ার কথা। অনুরাগীদের কাছে আরও একবার সুযোগ তার সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা দেখার।

সত্যমেব জয়তে টু: জন আব্রাহাম ও দিব্যা খোসলা কুমারের ‘সত্যমেব জয়তে টু’ মুক্তি পাবে এ বছরই। ছবিটির প্রথম পর্ব সুপারহিট হয়। সেই ধাপের ‘দিলবর’ গানটি ব্যাপক জনপ্রিয় হয়। রিমেক হলেও শ্রোতাদের কাছে গ্রহণযোগ্যতা পায়।

আতরঙ্গী রে: অক্ষয় কুমার, ধানুশ ও সারা আলি খান অভিনীত ‘আতরঙ্গী রে’মুক্তি পাবে এবারই। এতে দুই নায়কের সঙ্গে রোমান্স করতে দেখা যাবে সইফ কন্যাকে। সম্প্রতি তাজমহলে ছবিটির শুটিং হয়েছে। এটি ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে।

সাইনা নেহওয়াল: বিখ্যাত ভারতীয় ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়ালের বায়োপিকে অভিনয় করেছেন পরিণীতি চোপড়া। এর শুটিং শুরু হয় ২০১৯ সালের অক্টোবরে। তবে মুক্তির তারিখ এখনও জানানো হয়নি। ধারণা করা হচ্ছে, এবারই ছাড়পত্র পাবে।

লাল সিং চড্ডা: ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত বিখ্যাত হলিউডি ছবি ‘ফরেস্ট গাম্প’-এ হিন্দি সংস্করণ ‘লাল সিং চড্ডা’। মিস্টার পারফেক্টশনিস্ট আমির খানের এ ছবি মুক্তি পাওয়ার কথা ছিল ২০২০ সালের বড়দিনে। তবে করোনা মহামারির কারণে তারিখ পিছিয়ে যায়। সেটি মুক্তি পাবে এ বছরে।

তখত: কিংবদন্তি নির্মাতা করন জোহরের ম্যাগনাম ওপাস ‘তখত’-মুক্তি পাওয়ার কথা ২০২১ সালের বড়দিনে। ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত এ ছবিতে অভিনয় করেছেন আলিয়া ভাট, রণবীর সিং, কারিনা কাপুর, অনিল কাপুর, ভিকি কৌশল, ভূমি পেডনেকর ও জাহ্নবী কাপুর। একঝাঁক তারকাসমৃদ্ধ সিনেমাটি সুপারডুপার হিট হবে বলে ধারণা করা হচ্ছে।

ময়দান: ‘ময়দান’ ছবির হাত ধরে বিরতির পরে আবার প্রযোজনায় ফিরছেন বনি কাপুর। ১৯৫০ থেকে ১৯৬৩ সাল অবধি আমৃত্যু ভারতের জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্বে ছিলেন সৈয়দ আব্দুল রহিম। তার জীবনী নিয়ে তৈরি হয়েছে এ ছবি। মূল ভূমিকায় অভিনয় করেছেন অজয় দেবগণ। পরিচালনা করেছেন অমিত রবিন্দরনাথ। এ বছর অক্টোবরে ছবিটি মুক্তি পাওয়ার কথা।

বচ্চন পাণ্ডে: ‘হাউসফুল ৪’-এর পরে অক্ষয় কুমার ও কৃতী শ্যাননকে আবার একসঙ্গে দেখা যাবে ‘বচ্চন পাণ্ডে’তে। চলতি মাস থেকেই শুটিং শুরু হওয়ার কথা। ২০১৪ সালের তামিল ছবি ‘বীরম’-এর হিন্দি সংস্করণ এটি। মুক্তি পেতে পারে এ বছরের কোনো বিশেষ দিনে।

গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি: মুম্বইয়ের কুখ্যাত যৌনকর্মী তথা মাফিয়া ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’কে পর্দায় উপস্থিত করছেন অবিসংবাদিত সেরা পরিচালক সঞ্জয় লীলা বানসালী। এতে মূল ভূমিকায় অভিনয় করছেন আলিয়া ভাট। এরই মধ্যে ছবির ফার্স্ট লুক প্রকাশিত হয়েছে। ভিন্নধারার এ চলচ্চিত্র নিয়ে দর্শকদের আগ্রহ শীর্ষে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank