রোববার   ১১ মে ২০২৫ || ২৮ বৈশাখ ১৪৩২ || ১১ জ্বিলকদ ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মেয়ের সঙ্গে অভিনয় না করার কারণ জানালেন সাইফ

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১৪:১৯, ১৫ অক্টোবর ২০২০

মেয়ের সঙ্গে অভিনয় না করার কারণ জানালেন সাইফ

সাইফ আলী খান ও সারা আলী খান
সাইফ আলী খান ও সারা আলী খান

২০১৮ সালে বলিউডে পা রাখেন সারা আলি খান। দেখতে দেখতে শোবিজ অঙ্গনে তিন বছর অতিক্রম করতে চলেছেন তিনি। তবে এখনও বাবা সাইফ আলি খানের সঙ্গে কোনো সিনেমায় অভিনয় করা হয়নি সারার। 

কিন্তু কেন? এ নিয়ে ঢের প্রশ্ন ভক্তদের। অবশেষে মিলল সেই উত্তর। জবাবটা দিলেন খোদ সেক্রেড গেমস খ্যাত অভিনেতা সাইফ আলী খান নিজেই। 

ইটি টাইমসকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আসলে সেটা চরিত্রের ওপর নির্ভর করে। এখনও সেরকম পছন্দসই কোনো ক্যারেক্টার পাইনি। ইতোমধ্যে সারার সঙ্গে পাঁচটি ছবিতে কাজ করার প্রস্তাবও পেয়েছি আমি। কিন্তু কোনো না কোনো কারণে সেগুলো করা হয়ে ওঠেনি। 

পতৌদির নবাব জানান, আমি জানি মেয়ের সঙ্গে স্ক্রিনে আমাকে দেখতে চান ভক্তরা। আমিও তার সঙ্গে অভিনয় করে সিনে পর্দায় জাদু দেখাতে চাই। তবে সেজন্য মনের মতো চরিত্র পেতে হবে। আমি সেটার জন্যই অপেক্ষা করছি। বাবা-মেয়ে উভয়ের জন্যই এটা হবে চরম রোমাঞ্চকর । 

প্রতিবেদন অনুযায়ী, জওয়ানি জানেমান ছবিতে সাইফের মেয়ের চরিত্রে অভিনয়ের প্রস্তাব পান সারা। তবে বাবার পরামর্শে শেষ পর্যন্ত তাতে কাজ করা হয়নি তার। পরে রণবীর সিংয়ের বিপরীতে সিম্বায় দেখা যায় সাইফ তনয়াকে।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank