শুক্রবার   ০৯ মে ২০২৫ || ২৬ বৈশাখ ১৪৩২ || ০৯ জ্বিলকদ ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আন্তর্জাতিক দর্শক থাকছেনা টোকিও অলিম্পিকে

স্পোর্টস করেসপন্ডেন্ট

১২:৫৭, ২১ মার্চ ২০২১

আন্তর্জাতিক দর্শক থাকছেনা টোকিও অলিম্পিকে

জাপানের টোকিওতে আয়োজিত হতে চলা গ্রীষ্মকালীন ও প্যারা অলিম্পিকে আন্তর্জাতিক দর্শক প্রবেশের অনুমতি দেয়া হচ্ছেনা। শনিবার (২০ মার্চ) আয়োজক কমিটি থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। 

মূলত ২০২০ সালে আয়োজিত হওয়ার কথা ছিল এই অলিম্পিক। করোনার কারণে তা এবছরের ২৩ জুলাই শুরু হবে। যেসব দর্শক আগেই টিকেট কেটেছেন তাদের টাকা ফেরত দেয়া হবে। 

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি, আন্তর্জাতিক প্যারা অলিম্পিক কমিটি, টোকিও নগর সরকার, আয়োজক কমিটি ও জাপান সরকারের এক ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত গৃহিত হয়। 

আয়োজক কমিটির বিবৃতিতে জানানো হয়, বর্তমান জাপানসহ বিভিন্ন দেশে করোনা পরিস্থিতি খারাপ এবং নতুন নতুন ধরনও দেখা যাচ্ছে। এমন অবস্থায় পরবর্তীতে সবাইকে জাপানে প্রবেশের অনুমতি দেয়া যাবে কিনা সে নিশ্চিয়তা নেই। তাই আন্তর্জাতিক দর্শক প্রবেশ ঢুকতে না দেয়ার সিদ্ধান্ত হয়েছে। 

আগামী ২৩ জুলাই শুরু হবে অলিম্পিক ২০২০, চলবে ৮ আগস্ট পর্যন্ত। আর প্যারা অলিম্পিকস ২৪ আগস্ট শুরু হয়ে শেষ হবে ৫ সেপ্টেম্বর।   
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank