টিকার দ্বিতীয় চালান মাস শেষে
টিকার দ্বিতীয় চালান মাস শেষে
![]() |
টিকার সরবরাহ বাড়ার খবর পাওয়া যাচ্ছে। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে সরকারের কেনা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তিন কোটি করোনার টিকার দ্বিতীয় চালান অর্থাৎ আরও ৫০ লাখ টিকা এ মাসের শেষের দিকেই চলে আসার কথা রয়েছে।এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, ২১-২৫ ফেব্রুয়ারির মধ্যেই দ্বিতীয় চালান চলে আসতে পারে। পাশাপাশি এ মাসের শেষে কোভ্যাক্সের আওতায় অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার আরও তিন লাখ টিকা বিনামূল্যে সরাসরি যুক্তরাজ্য থেকে দেশে চলে আসছে।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, কোভিশিল্ড ছাড়াও ফাইজারের টিকাও পাওয়া যাবে। সব মিলিয়ে দেশে ভ্যাকসিনের কোনো সংকট হবে না।
দেশে চলমান করোনার টিকাদান কর্মসূচি নিয়ে এখন পর্যন্ত বড় ধরনের কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। বরং দিন যত যাচ্ছে করোনার টিকার প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। প্রথম দিকে নিবন্ধনে কিছুটা ধীরগতি থাকলেও সরকার বয়সসহ নিবন্ধনের কিছু শর্ত শিথিল করায় নিবন্ধনের পাশাপাশি টিকাগ্রহণে গতি এসেছে। গত পাঁচ দিনে গড়ে প্রতিদিন এক লাখ মানুষ টিকা নিয়েছেন। নিবন্ধনও বাড়ছে দ্বিগুণ হারে।
৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া গণটিকাদান কর্মসূচির আওতায় গত পাঁচদিনে শে মোট ৫ লক্ষ ৪২ হাজার ৩০৯ জনকে করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে।
এখন পর্যন্ত টিকাগ্রহীতাদের মধ্যে বড় ধরনের কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১১ ফেব্রুয়ারি পর্যন্ত টিকাগ্রহণের পর ৩৬৩ জনের সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। এদের বেশির ভাগেরই টিকাস্থানে সামান্য ব্যথা, জ্বর জ্বর ভাব, এমনকি কয়েকজনের ১০২ ডিগ্রি পর্যন্ত জ্বরও এসেছে। তবে দু-একদিন পরই জ্বর সেরে গেছে। হাতের ব্যথা সারতে দুই-তিন দিন লাগছে।
স্বাস্থ্য অধিদপ্তর চলমান টিকাদান কর্মসূচি দুই সপ্তাহ চলার পর নতুন করে হিসাব-নিকাশ করবে। সেখানে দেখা হবে কতজন লোক টিকা নিলেন এবং টিকার সরবরাহ কেমন। পরবর্তী টিকা সময়মতো পাওয়া নিশ্চিত করা গেলে সরকার চলমান টিকাদান কর্মসূচি অব্যাহত রাখবে। অর্থাৎ সরকারের হাতে থাকা ৭০ লাখ টিকার মধ্যে ৬০ লাখ প্রথম ডোজ হিসেবেই দিয়ে দেবে।

আরও পড়ুন
- ডেল্টা ভ্যারিয়েন্ট গুটিবসন্তের মতো সংক্রামক, ছড়াচ্ছে ভ্যাকসিনেটরাও
- করোনাভাইরাস
দ্বিতীয় ঢেউ সামলাতে প্রস্তুত চট্টগ্রামের ফিল্ড হাসপাতালগুলো - পুরোপুরি না সেরেই হোয়াইট হাউসে ট্রাম্প
করোনাকে একদম ভয় পাবেন না! - মসজিদ-মন্দিরে মাস্ক পরা বাধ্যতামূলক করলো সরকার
- করোনা বিশ্ব ব্রিফ: নতুন নতুন সংক্রমণে কারফিউ, লকডাউন
- করোনাভাইরাস
মহামারিগুলো সাধারণত কীভাবে শেষ হয়? - ভালো চিকিৎসা পেলে বেঁচে যেতাম, মোদিকে ট্যাগ দিয়ে অভিনেতার মৃত্যু
- টিকাদান কর্মসূচি উদ্বোধন
যারা নিলেন করোনার প্রথম ভ্যাকসিন - ভ্যাকসিন পরীক্ষায় বাংলাদেশের কাছে টাকা চাইছে সিনোভ্যাক
- চিকিৎসকসহ ৮৮৯০ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত