মঙ্গলবার   ০৭ অক্টোবর ২০২৫ || ২২ আশ্বিন ১৪৩২ || ১২ রবিউস সানি ১৪৪৭

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বিশ্বজুড়ে সংক্রমণ কিছুটা স্থিতিশীল, কমছে না মৃত্যু

ইন্টারন্যাশনাল ডেস্ক

১১:২০, ১২ ফেব্রুয়ারি ২০২১

আপডেট: ১১:২২, ১২ ফেব্রুয়ারি ২০২১

বিশ্বজুড়ে সংক্রমণ কিছুটা স্থিতিশীল, কমছে না মৃত্যু

বিশ্বজুড়ে টিকাদান কর্মসূচি জোরদার হওয়ায় স্থিতিশীল হয়ে এসেছে করোনাভাইরাসের (কভিড-১৯) সংক্রমণ। তবে এখনো লাগাম টেনে ধরা যায়নি করোনায় মৃত্যুর সংখ্যায়।

জনস হপকিনস ইউনিভার্সিটির রিসোর্স সেন্টারের শুক্রবারের (১২ জানুয়ারি) তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ কোটি ৭৭ লাখ ৬৭ হাজার ৯৩৫ জন এবং মারা গেছেন ২৩ লাখ ৬৭ হাজার ৮৫৬ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ছয় কোটি দুই লাখ ৭২ হাজার ৩৩৬ জন।

যুক্তরাষ্ট্র-

করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন দুই কোটি ৭৩ লাখ ৯০ হাজার ৪৬৫ জন এবং মারা গেছেন চার লাখ ৭৫ হাজার ২৯১ জন।

ভারত-

ভারতে আক্রান্ত হয়েছেন এক কোটি আট লাখ ৮০ হাজার ৬০৩ জন, মারা গেছেন এক লাখ ৫৫ হাজার ৪৪৭ জন এবং সুস্থ হয়েছেন এক কোটি পাঁচ লাখ ৮৯ হাজার ২৩০ জন।

ব্রাজিল-

দেশটিতে আক্রান্ত হয়েছেন ৯৭ লাখ ১৩ হাজার ৯০৯ জন, মারা গেছেন দুই লাখ ৩৬ হাজার ২০১ জন এবং সুস্থ হয়েছেন ৮৬ লাখ ৩৭ হাজার ৫০ জন।

মেক্সিকো-

মেক্সিকোতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত এক লাখ ৭১ হাজার ২৩৪ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৬৮ হাজার ৫৬৬ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৮ হাজার ৩০৪ জন।

রাশিয়া-

দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪০ লাখ ২৭ হাজার ৭৪৮ জন। ভাইরাসটিতে মারা গেছে ৭৮ হাজার ৬৮৭ জন।

যুক্তরাজ্য-

দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪০ লাখ ২৭ হাজার ৭৪৮ জন। এর মধ্যে মারা গেছে এক লাখ ১৫ হাজার ৫২৯ জন।

অন্যান্য-

আক্রান্তের তালিকায় ফ্রান্স ষষ্ঠ,স্পেন সপ্তম,ইতালি অষ্টম,তুরস্ক নবম এবং জার্মানি দশম স্থানে আছে। এছাড়া বাংলাদেশের অবস্থান ২৭তম।

চীন-

ভাইরাসটির সংক্রমণস্থল চীনে আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। দেশটিতে মোট সংক্রমিত হয়েছেন এক লাখ ৫২৭ জন, মারা গেছেন চার হাজার ৮২৭ জন এবং সুস্থ হয়েছেন ৯৪ হাজার ৪১৩ জন।

বাংলাদেশ-

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত পাঁচ লাখ ৩৯ হাজার ৫৩১ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন আট হাজার ২৪৮ জন। আর সুস্থ হয়েছেন চার লাখ ৮৫ হাজার ৯৭১ জন।

আগের ইতিহাস-
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চীনে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যু হয় ২০২০ বছরের ৯ জানুয়ারি। তবে তার ঘোষণা আসে ১১ জানুয়ারি। ২০২০ সালের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে বিভিন্ন দেশে করোনা ছড়িয়ে পড়ে।

করোনার প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ৩০ জানুয়ারি বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গত ২ ফেব্রুয়ারি চীনের বাইরে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটে ফিলিপাইনে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্পটলাইট বিভাগের সর্বাধিক পঠিত