মঙ্গলবার   ০৭ অক্টোবর ২০২৫ || ২২ আশ্বিন ১৪৩২ || ১২ রবিউস সানি ১৪৪৭

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বিশ্বে একদিনেই ১৩ হাজারের বেশি প্রাণহানি

ইন্টারন্যাশনাল ডেস্ক

১২:১৪, ৩০ ডিসেম্বর ২০২০

আপডেট: ১২:১৯, ৩০ ডিসেম্বর ২০২০

বিশ্বে একদিনেই ১৩ হাজারের বেশি প্রাণহানি

করোনাভাইরাসের (কভিড-১৯) নতুন ধরন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার মধ্যেই কিছু দেশে চলছে গণটিকাদান। আর এরই মধ্যে ফের লাফিয়ে বাড়লো করোনায় প্রাণহানি। জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টারের তথ্য অনুযাযী, গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনায় আরও ১৩ হাজার ৪৫৩ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ ডিসেম্বর) পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আট কোটি ১৯ লাখ ৯৬ হাজার ৫৪০ জন এবং মারা গেছেন ১৭ লাখ ৮৯ হাজার ৯০৫ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন চার কোটি ৬৩ লাখ ৪৮ হাজার ৫৯৬ জন।

যুক্তরাষ্ট্র-
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের উচ্চ সংক্রামক ধরন শনাক্ত হয়েছে। দেশটিতে এই প্রথম করোনার নতুন ধরনে সংক্রমিত কোনো রোগী শনাক্ত হলো। দেশটিতে আক্রান্ত হয়েছেন এক কোটি ৯৫ লাখ ৫৬ হাজার ৯২৮ জন এবং মারা গেছেন তিন লাখ ৩৮ হাজার ৫৬১ জন।

ভারত-
ভারতে আক্রান্ত হয়েছেন এক কোটি দুই লাখ ৪৪ হাজার ৮৫২ জন, মারা গেছেন এক লাখ ৪৮ হাজার ৪৩৯ জন এবং সুস্থ হয়েছেন ৯৮ লাখ ৩৪ হাজার ১৪১ জন।

ব্রাজিল-
দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে আক্রান্ত হয়েছেন ৭৫ লাখ ৬৩ হাজার ৫৫১ জন, মারা গেছেন এক লাখ ৯২ হাজার ৬৮১ জন এবং সুস্থ হয়েছেন ৬৭ লাখ ৫৪ হাজার ১১১ জন।

মেক্সিকো-
মৃত্যুর সংখ্যার দিক থেকে চতুর্থতে রয়েছে মেক্সিকো। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত এক লাখ ২৩ হাজার ৮৪৫ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ১৪ লাখ এক হাজার ৫২৯ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১০ লাখ ৫৮ হাজার ৪২৯ জন।

অন্যান্য-
তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। ফ্রান্স পঞ্চম। যুক্তরাজ্য ষষ্ঠ। তুরস্ক সপ্তম। ইতালি অষ্টম। স্পেন নবম। আর্জেন্টিনা দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ২৭তম।
চীন-
ভাইরাসটির সংক্রমণস্থল চীনে আক্রান্ত হয়েছেন ৯৫ হাজার ৭২০ জন, মারা গেছেন চার হাজার ৭৭৫ জন এবং সুস্থ হয়েছেন ৮৯ হাজার ৫৮৬ জন।

বাংলাদেশ-
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত পাঁচ লাখ ১১ হাজার ২৬১ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন সাত হাজার ৫০৯ জন। আর সুস্থ হয়েছেন চার লাখ ৫৪ হাজার ৫৬৩ জন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্পটলাইট বিভাগের সর্বাধিক পঠিত