পানি ছাড়াই গোসলের ‘ড্রাইবাথ’
পানি ছাড়াই গোসলের ‘ড্রাইবাথ’
![]() |
দেখতে দেখতে শীতকাল চলেই এলো। সকালে আড়মোড়া ভাঙলে দেখা মিলছে হালকা কুয়াশার চাদরে মোড়ানো শীতের সকাল। পুরোপুরি শীত না নামলেও অনেকেই গোসল করা নিয়ে ইতোমধ্যেই দেখাতে শুরু করেছেন নানা অজুহাত।
আর গোসল নিয়ে এমন বিড়ম্বনার কারণ হলো পানি। গ্রামের পুকুরে ঠান্ডা পানিতে এক পা দিয়ে গোসল না করে ফিরে যাওয়ার ঘটনা অনেকের জীবনেই ঘটেছে। শহরেও শান্তি নেই, প্রচন্ড শীতে শরীরের ময়লা ও দুর্গন্ধ দূর করার একমাত্র উপায় যে গোসলই।
কিন্তু একবার ভাবুন তো গোসল করতে আপনার পানিই লাগবেনা, তারপরও উপভোগ করবেন গোসলের সব সুবিধা। অবাক হচ্ছেন? ভাবছেন কি করে সম্ভব?
সম্ভব, আলবৎ সম্ভব। পানি ছাড়াই আপনি যেকোনো জায়গায় যেকোনো সময় করতে পারবেন গোসল। আর তার জন্য লাগবে শুধু একটি জেল। যার নাম ‘ড্রাইবাথ’।
গোসলের পদ্ধতিও খুবই সহজ। প্রথমে জেল নিয়ে আপনাকে লাগাতে হবে শরীরে তারপর টিস্যু দিয়ে শরীরে ডলতে হবে কিছুটা জোরে।
পানিবিহীন গোসল পদ্ধতি উদ্ভাবনের পেছনে আছে গোসলে অনিহার বিষয়টি। দক্ষিণ আফ্রিকার লুডউইক মেরিশানে নামের এক শিক্ষার্থী দেখেন তার বন্ধু খুব অলস। কিছুতেই গোসল করতে চায়না শীতকালে। নিয়মিত গোসল এড়াতে সে লোশনের মতো কোন কিছু ব্যবহার করতে চাইছে।
বিষয়টি নিয়ে ভাবতে ভাবতেই লুডউইক মেরিশানের মাথায় আসে এক বুদ্ধি। কেপটাউন বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থী লুডউইক কোন কম্পিউটার ব্যবহার ছাড়াই নিজের নকিয়া ৬২৩৪ মডেলের মোবাইলে লিখে ফেলেন ৪০ পৃষ্ঠার ব্যবসা পরিকল্পনা। এছাড়া আফ্রিকার ১০০ কোটি মানুষ যে পরিষ্কার ও নিরাপদ পানি পায়না সে বিষয়টিও পরিকল্পনায় যোগ করেন লুডউইক।
তারপরই লুডুউইক বাজারে আনেন ড্রাইবাথ নামক ময়েশ্চারাইজং জেল। যা কোন রকম পানি ব্যবহার ছাড়াই ত্বকে প্রয়োগ করা যায়। তারচেয়েও বড় বিষয় এই জেলটি ব্যবহারের পর ত্বক থেকে কোন অ্যালকোহলের গন্ধ তো আসেইনা, উল্টো মিষ্টি ঘ্রান পাওয়া যায়।
বাজারে আসতেই তুমুল জনপ্রিয়তা পায় লুডউইক মেরিশানের পণ্যটি। যার সুনাম ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী। আর এই পণ্য তৈরি করেই তিনি পান ২০১১ সালের বিশ্বসেরা ছাত্র উদ্যোক্তা পুরস্কার।
ড্রাইবাথের ওয়েবসাইটে অর্ডার করেই আপনি কিনতে পারেন পণ্যটি। উপহার হিসেবেও দিতে পারেন গোসল না করতে চাওয়া বন্ধুদের।
- যেসব কারণে ত্বক কালো হয়ে যায়
- মেরুদণ্ডের যত্ন নিন
- কাঁচা পেঁপে কাজে পাকা
- সর্দি-কাশিতে কফ সিরাপ নয়, বিকল্প নাগালেই
- যে ১০ কারণে মানুষ ব্যর্থ হয়!
- দুধের সঙ্গে খেজুর মিশিয়ে খেলে কী হয়?
- বয়সের ছাপ দূর করার ঘরোয়া উপায়
- গুণে ভরা লাল কলা
- মুখের কালো দাগ দূর করার সহজ উপায়
- দক্ষ কর্মীরা কেন প্রতিষ্ঠান ছেড়ে যায়?