শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১ || ১৬ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ভারতে ১০ হাজার রেমডেসিভির পাঠাচ্ছে বাংলাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট

১২:০২, ৫ মে ২০২১

৪৫১

ভারতে ১০ হাজার রেমডেসিভির পাঠাচ্ছে বাংলাদেশ

কোভিড মহামারি মোকাবেলায় ভারতে জরুরি ওষুধ ও চিকিৎসা সামগ্রীর অংশ হিসেবে ১০ হাজার রেমডেসিভির পাঠাচ্ছে বাংলাদেশ। বুধবার (৫ মে) বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়। 

করোনার দ্বিতীয় ধাক্কায় মৃত্যুপুরী হয়ে উঠেছে ভারত। দৈনিক সংক্রমণ ২০ দিন ধরে তিন লাখের ওপরে। একদিনে মৃত্যু পৌঁছেছে চার হাজারের কাছাকাছি। অক্সিজেন সংকটে দৈনিক অসংখ্য রোগী মারা যাচ্ছে। এটা কেবল সরকারি হিসেব। তবে ঘরের মারা যাওয়া রোগীর তথ্য নথিভুক্ত না করা ও টেস্ট কমিয়ে দেয়ায় প্রকৃত মৃত্যু ও সংক্রমণ আরও কয়েকগুণ বেশি বলে ধারণা করা হচ্ছে। 

এমন অবস্থায় দেশটির পাশে এসে দাঁড়িয়ে আন্তর্জাতিক সম্প্রদায়। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব ও জার্মানি থেকে ইতোমধ্যে অক্সিজেন, ভেন্টিলেটরসহ জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম ভারতে পাঠানো হয়েছে। 

এমন অবস্থায় সেদেশের মানুষের জন্য জরুরিভিত্তিতে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠানোর প্রস্তাব দেয় বাংলাদেশ সরকার। এগুলোর মধ্যে রেমডেসিভিরও রয়েছে। ভারতে এখন প্রচুর রেমডেসিভির সংকট। সে কারণে এই ওষুধ পাঠানো হচ্ছে। বেনাপোল সীমান্ত দিয়ে এ ওষুধ পাঠানো হচ্ছে।

উল্লেখ্য, মৃত্যুহার ও গুরুতর অসুস্থতা কমাতে রেমডেসিভির পুরোপুরি কার্যকর নয়। তবে প্রাথমিক রোগীরে সেরে উঠতে তা কিছুটা ভূমিকা রাখে। 
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্পটলাইট বিভাগের সর্বাধিক পঠিত