শনিবার   ০৪ মে ২০২৪ || ২০ বৈশাখ ১৪৩১ || ২৩ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

৮ এপ্রিল করোনার দ্বিতীয় ডোজ টিকা নিলেন ৮১৩২৩ জন

স্টাফ করেসপন্ডেন্ট

০৮:৩০, ৯ এপ্রিল ২০২১

৬৫৭

৮ এপ্রিল করোনার দ্বিতীয় ডোজ টিকা নিলেন ৮১৩২৩ জন

করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরুর প্রথম দিন বৃহস্পতিবার (৮ এপ্রিল) টিকা নিয়েছেন ৮১ হাজার ৩২৩ জন। এই দিন প্রথম ডোজ দেওয়া হয়েছে ১৪ হাজার ৮০৪ জনকে।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য মতে, দেশে এ পর্যন্ত ৬৯ লাখ ৯২ হাজার ৭৯০ জন টিকা নেওয়ার জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন। যাদের মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত মোট ৫৫ লাখ ৮৩ হাজার ৫০৭ জনকে টিকার প্রথম ডোজ দেওয়া হলো।

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার আবিষ্কৃত টিকা দেওয়া হচ্ছে বাংলাদেশে। যা ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি হয়েছে। জনপ্রতি এই টিকার দুই ডোজ করে দেওয়া হচ্ছে। প্রথম টিকা দেওয়ার চার থেকে বারো সপ্তাহের মধ্যে দ্বিতীয় ডোজ টিকা দিতে হবে এমনটাই বলছেন চিকিৎসা বিজ্ঞানীরা। বাংলাদেশ সরকার আট সপ্তাহের ব্যবধানে টিকার দ্বিতীয় ডোজ প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে। সেই হিসেবে যারা ৮ ফেব্রুয়ারি টিকা নিয়েছেন তারাই ৮ এপ্রিল টিকা পেলেন।  

দ্বিতীয় ডোজ টিকা প্রয়োগের জন্য এসএমএস পাঠানো শুরু হয়েছে গত সোমবার (৫ এপ্রিল) থেকে। এসএমএসে দেওয়া তারিখ অনুযায়ী আগের টিকাদান কেন্দ্র থেকে দ্বিতীয় ডোজ টিকা নিচ্ছেন মানুষ।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্পটলাইট বিভাগের সর্বাধিক পঠিত