শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১ || ১৬ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

যুক্তরাষ্ট্রের ৩য় ভ্যাকসিন অনুমোদন, জনসন অ্যান্ড জনসনের সিঙ্গল-শট

স্পটলাইট ডেস্ক

০৭:৪৫, ২৮ ফেব্রুয়ারি ২০২১

আপডেট: ১৬:০৬, ২৮ ফেব্রুয়ারি ২০২১

৫৮০

যুক্তরাষ্ট্রের ৩য় ভ্যাকসিন অনুমোদন, জনসন অ্যান্ড জনসনের সিঙ্গল-শট

জনসন অ্যান্ড জনসন
জনসন অ্যান্ড জনসন

করোনা ভাইরাসের বিরুদ্ধে তৃতীয় ভ্যাকসিন হিসেবে এবার জনসন অ্যান্ড জনসনের সিঙ্গল-শট কোভিড-১৯ ভ্যাকসিন অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের ওষুধ প্রশাসন। এ নিয়ে তিনটি ভ্যাকসিন অনুমোদন পেলো এই ভাইরাসে বিশ্বের সবচেয়ে বেশি আক্রান্ত ও প্রাণহানি ঘটা দেশটিতে।

খবরে বলা হচ্ছে, এ সপ্তাহের গোড়ার দিকে এই ভ্যাকসিনের কয়েক মিলিয়ন ডোজ ব্যবহারের জন্য ছাড়া হবে।  

যুক্তরাষ্ট্রে কোটি কোটি মানুষ করোনার টিকা নেওয়ার অপেক্ষায়। ঠিক এমনই সময়ে এই নতুন টিকা অনুমোদনের ঘোষণা এলো। 

জনসন অ্যান্ড জনসন যুক্তরাষ্ট্রকে ১০ কোটি টিকা সরবরাহের জন্য প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। জুনের শেষ নাগাদ এই টিকা সরবরাহ করা হবে। এর বাইরে ফাইজার ও মর্ডানার দুই শট ভ্যাকসিনের ৬০ কোটি ডোজ জুলাইয়ের শেষ নাগাদ সরবরাহের কথা রয়েছে। এতে গোটা আমেরিকার প্রতি বয়ষ্ক মানুষ টিকা পেয়ে যাবে। 

তবে, খবরে বলা হয়েছে, আমেরিকানদের মধ্যে জনশন অ্যান্ড জনশনের টিকা নেওয়ার আগ্রহ কতটুকু রয়েছে তা প্রশ্নাতীত নয়। 
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্পটলাইট বিভাগের সর্বাধিক পঠিত