শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১ || ১৫ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

করোনা নির্মূলে ভ্যাকসিন নিন: বাইডেন

ইন্টারন্যাশনাল ডেস্ক

১১:৪৩, ২১ ফেব্রুয়ারি ২০২১

আপডেট: ১১:৪৩, ২১ ফেব্রুয়ারি ২০২১

৪৯৯

করোনা নির্মূলে ভ্যাকসিন নিন: বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, করোনার ভ্যাকসিন নিরাপদ। অনুগ্রহ করে নিজের, পরিবার, গোষ্ঠী, দেশের জন্য আপনার পালা এলে ভ্যাকসিন নিন। এটি সহজলভ্য। এর মাধ্যমেই আমরা মহামারীকে পরাজিত করবো।

কোভিড-১৯ নির্মূলের চাবিকাঠি ধরে রাখায় শুক্রবার আমেরিকানদের আশ্বস্ত করতে ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজারের একটি কারখানা পরিদর্শন করেন বাইডেন। বিশ্বব্যাপী স্বাস্থ্য সঙ্কটের প্রেক্ষিতে রেকর্ড গতিতে উৎপাদিত টিকা সম্পর্কে সন্দিহান দেশবাসীদের উদ্দেশ্য করে এসময় দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এক মাস আগে দায়িত্ব গ্রহণের পর করোনা নিয়ন্ত্রণকে নিজ কাজের শীর্ষে রেখেছিলেন বাইডেন।
তিনি বলেন, যদি দেশের প্রত্যেকের কাছে একটি বার্তা পাঠানো হয়, তবে সেটি হলো ’ভ্যাকসিনসমূহ নিরাপদ’।

মিশিগান ফেসিলিটির ফাইজারের গ্নিমিং উৎপাদন সরঞ্জাম পরিদর্শনকালে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ভ্যাকসিন প্রস্তুতকারী কোম্পানিগুলো সতর্ক। ভ্যাকসিন তৈরির চেয়ে নিরাপদ কিনা তা পরীক্ষা করতে আরো বেশি সময় নেয়। এটাই তাদের সাবধানতা।

ক্ষমতায় অধিষ্ঠানের প্রথম ১০০ দিনে স্বদেশীদের মোট ১০০ মিলিয়ন ভ্যাকসিন দিতে প্রতিদিন এক মিলিয়ন শট পরিচালনার গড় লক্ষ্যকে ১.৭ মিলিয়ন টিকা দেওয়ার মাধ্যমে সহজেই ছাড়িয়ে যাওয়ার পথে বলে মত দেন বাইডেন।

যুক্তরাষ্ট্রে শিগগির মৃতের সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে যাওয়ার প্রেক্ষাপটে বাইডেন বলেন, কখন এ সঙ্কট রোধ হবে, এর কোনো ভবিষ্যদ্বাণী তিনি দিতে চান না।

তবে প্রেসিডেন্ট বলেন, দেশের বেশিরভাগ অংশজুড়ে ৬০০ মিলিয়ন ডোজ প্রদানই যথেষ্ট হবে এবং জুলাইয়ের শেষদিকে তা প্রস্তুত হবে হলে আশা করা যায়।

তিনি বলেন, আমি বিশ্বাস করি, আমরা এ বছরের শেষদিকে স্বাভাবিকের দিকে যাবো। ঈশ্বর ইচ্ছুক হলে এ ক্রিসমাস শেষেরটির চেয়ে আলাদা হবে। তবে আমি সেই প্রতিশ্রুতি দিতে পারি না।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্পটলাইট বিভাগের সর্বাধিক পঠিত