শুক্রবার   ০৪ জুলাই ২০২৫ || ২০ আষাঢ় ১৪৩২ || ০৬ মুহররম ১৪৪৭

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সিলেটে করোনায় ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু

স্পটলাইট ডেস্ক

১৫:৫২, ১৫ ফেব্রুয়ারি ২০২২

সিলেটে করোনায় ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু

সিলেটে করোনায় ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু
সিলেটে করোনায় ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু

সিলেট বিভাগে গতকাল সোমবার সকাল আটটা থেকে আজ মঙ্গলবার সকাল আটটার মধ্যে করোনায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। বিভাগে ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৩০ জনের নমুনা পরীক্ষায় ১০০ জনের করোনা শনাক্ত হয়, শনাক্তের হার ৬ দশমিক ৯৯। 

এ নিয়ে বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৬৬ হাজার ১৫৫ জনের। বিভাগে মারা যাওয়া দুজন সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে মারা গেছেন ১ হাজার ২২০ জন।

বেলা একটার দিকে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের দেওয়া করোনা–সংক্রান্ত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, করোনার তৃতীয় ধাপের সংক্রমণের পর সিলেট বিভাগে গত ২৩ জানুয়ারি থেকে দৈনিক শনাক্ত ৩০ শতাংশের ওপরে অবস্থান করছিল। এর মধ্যে ২৬ জানুয়ারি শনাক্তের সর্বোচ্চ হার ছিল ৩৯ দশমিক ৪৯। ২ ফেব্রুয়ারি থেকে সংক্রমণের হার কমতে শুরু করে। এর মধ্যে গত রোববারের ২৪ ঘণ্টায় সেটি ১০ শতাংশের নিচে অবস্থান করছিল। গত ২৪ ঘণ্টায় সেটি আরও কমে ৬ দশমিক ৯৯ শতাংশে নেমেছে।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত ১০০ জনের মধ্যে সিলেট জেলায় ৮৩ জন, সুনামগঞ্জে ৫, হবিগঞ্জে ৬ ও মৌলভীবাজারে ৬ জন আছেন। বিভাগে আজ সকাল ৮টা পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ১০৭ জন। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে সুস্থ হয়েছেন ৮৪ জন। এ নিয়ে বিভাগে সুস্থ হয়েছেন ৫২ হাজার ৮৫৩ জন।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক হিমাংশু লাল রায় বলেন, গত ডিসেম্বরের শেষ দিক থেকে সংক্রমণের হার কিছুটা ঊর্ধ্বমুখী ছিল, যা জানুয়ারির শেষ পর্যন্ত অব্যাহত থাকতে দেখা গেছে। ফেব্রুয়ারির শুরু থেকে সংক্রমণের হার কমেছে। করোনার সংক্রমণ বৃদ্ধি রোধে সবাইকে সচেতন হতে হবে। স্বাস্থ্যবিধি রক্ষার পাশাপাশি সামাজিক দূরত্ব এবং ঘর থেকে বাইরে বের হলে মাস্ক ব্যবহার করতে হবে।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্পটলাইট বিভাগের সর্বাধিক পঠিত