শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১ || ১৫ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

অমিক্রন: ব্রিটেনে প্রবেশে কড়াকড়ি নিয়ম

স্পটলাইট ডেস্ক

১১:০৩, ৫ ডিসেম্বর ২০২১

৩৭০

অমিক্রন: ব্রিটেনে প্রবেশে কড়াকড়ি নিয়ম

ব্রিটে‌নে প্রবে‌‌শে ৭ নভেম্বর থে‌কে করোনা টে‌স্টের নে‌গেটিভ সা‌র্টিফিকেট প্রয়োজন হবে
ব্রিটে‌নে প্রবে‌‌শে ৭ নভেম্বর থে‌কে করোনা টে‌স্টের নে‌গেটিভ সা‌র্টিফিকেট প্রয়োজন হবে

বাংলা‌দেশসহ সব দেশ থে‌কে ব্রিটে‌নে প্রবে‌‌শের ক্ষে‌ত্রে আগামী মঙ্গলবার (৭ নভেম্বর) থে‌কে করোনা টে‌স্টের নে‌গেটিভ সা‌র্টিফিকেট প্রয়োজন হ‌বে। ব্রিটেনের হেলথ সে‌ক্রেটারি সা‌জিদ জাভিদ এ ঘোষণা দেন।

হেলথ সে‌ক্রেটারি বলেন, ‘ব্রিটে‌নে প্রবে‌শের ক্ষেত্রে মঙ্গলবার থে‌কে লিটা‌রেল ফ্লো টেস্ট বা পি‌সিআর টে‌স্টের নে‌গে‌টিভ সা‌র্টিফি‌কেট দেখা‌তে হবে।’ বিশ্বের বিভিন্ন দেশে অমিক্রণ ছ‌ড়ি‌য়ে পড়ার প্রেক্ষিতে এ ঘোষণা দিলো ব্রিটিশ সরকার।

উল্লেখ্যে, ব্রিটে‌নে ক‌রোনায় আক্রান্ত ও মৃত্যু হার প্রতি‌দিন বাড়‌ছে। ব্রিটে‌নের বি‌ভিন্ন স্থানে ব্রিটিশ বাংলা‌দেশিদের ম‌ধ্যে ক‌রোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।

দেশে দেশে করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথান বলেছেন, দক্ষিণ আফ্রিকায় অমিক্রন শনাক্ত হওয়ার পর দেশটিতে প্রতিদিনই রোগী দ্বিগুণ হচ্ছে। এই অঞ্চলেই প্রথম অমিক্রন শনাক্ত হয়েছে। গত চার দিনে দেশটিতে রোগী শনাক্ত চার গুণ বেড়েছে।

এএফপির এক প্রতিবেদনে বলা হয়, ডব্লিউএইচওর তথ্যমতে, মাত্র দুই দিনে ২৩ দেশ থেকে করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রন ৩৮টি দেশে শনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্পটলাইট বিভাগের সর্বাধিক পঠিত