মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪ || ৫ চৈত্র ১৪৩০ || ০৭ রমজান ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মার্চের মধ্যে টিকা পাবেন ৭০ শতাংশ মানুষ

স্পটলাইট ডেস্ক

১৫:৫৯, ১০ অক্টোবর ২০২১

৪৫২

মার্চের মধ্যে টিকা পাবেন ৭০ শতাংশ মানুষ

মার্চের মধ্যে ১২ কোটি মানুষকে টিকার আওতায় আনা যাবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী
মার্চের মধ্যে ১২ কোটি মানুষকে টিকার আওতায় আনা যাবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী

আগামী মার্চের মধ্যে আগামী ডিসেম্বর-জানুয়ারির মধ্যে দেশের আট কোটি মানুষকে করোনার দুই ডোজ টিকা দেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ। এছাড়া, সবকিছু ঠিক থাকলে মার্চের মধ্যে ১২ কোটি মানুষকে টিকার আওতায় আনা যাবে বলেও জানান তিনি। 

রবিবার (১০ অক্টোবর) দুপুরে রাজধানীর মহাখালীর বিসিপিএস প্রাঙ্গণে টিকা বিষয়ক প্রেস ব্রিফিংয়ে একথা তিনি জানান। 

মন্ত্রী বলেন, ‘এখনও পর্যন্ত ১ কোটি ৮২ লাখ মানুষকে ডাবল ডোজ দিয়েছি। ডিসেম্বর-জানুয়ারির মধ্যে ৮ কোটি মানুষকে ডাবল ডোজ দিতে সক্ষম হবো। সবকিছু ঠিক থাকলে মার্চের মধ্যে ১২ কোটি লোককে ডাবল ডোজ দিতে পারবো। তাহলে ৭০ শতাংশের বেশি মানুষকে টিকা দেওয়া হয়ে যাবে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা আশা করি, এ মাসে হাতে ৩ কোটির বেশি টিকা থাকবে। সর্বাধিক টিকা যাতে আমরা দিতে পারি, সেই পরিকল্পনা হাতে নিয়েছি। কোভ্যাক্স থেকে বিনামূল্যে, ক্রয়কৃত এবং অন্যান্য সোর্স থেকে পৌনে চার কোটি ডোজ টিকা নভেম্বরের দিকে আমাদের হাতে থাকবে।'

সবচেয়ে বেশি টিকা ডিসেম্বরে আসবে বলে মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোভ্যাক্স, চীন থেকে কেনা টিকার প্রায় পাঁচ কোটি ডোজ আমরা ডিসেম্বরে আশা করা হচ্ছে। আর জানুয়ারিতে প্রায় পৌনে চার কোটি ডোজ হাতে থাকবে। অর্থাৎ, সবমিলিয়ে জানুয়ারির মধ্যে সরকারের হাতে থাকবে ১৬ কোটি ডোজ।

তিনি বলেন, ‘দৈনিক আমরা ৪-৬ লাখ টিকা দিয়ে আসছি। প্রধানমন্ত্রীর জন্মদিনে আমরা সম্মানসূচক হিসেবে ৮০ লাখ টিকা দিয়েছি। এটি একটি নজিরবিহীন ঘটনা। এতে আমাদের সক্ষমতা বেড়েছে। এর চেয়েও বেশি টিকা আমরা দেবো। প্রতিদিন ১০-১৫ লাখ টিকা দিতে হবে। পাশাপাশি আমরা বড় ক্যাম্পেইন করবো। প্রত্যেক মাসেই আমাদের একটা করে কর্মসূচি থাকবে।’

জাহিদ মালেক বলেন, দেশে করোনার সংক্রমণ কমে এসেছে। হাসপাতালে সাধারণ ও আইসিইউ শয্যা অনেক খালি পড়ে আছে। হাসপাতালে করোনার রোগীর চাপ অনেক কম। দেশে অনেকটা স্বস্তিদায়ক পরিস্থিতি ফিরে এসেছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্পটলাইট বিভাগের সর্বাধিক পঠিত