শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১ || ১৫ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বুলগেরিয়া থেকে এলো অ্যাস্ট্রাজেনেকার ২ লাখ ৭০ হাজার টিকা

স্পটলাইট ডেস্ক

০০:৫৫, ১৬ সেপ্টেম্বর ২০২১

আপডেট: ০১:৪৮, ১৬ সেপ্টেম্বর ২০২১

৩৯৬

বুলগেরিয়া থেকে এলো অ্যাস্ট্রাজেনেকার ২ লাখ ৭০ হাজার টিকা

করোনা প্রতিরোধী অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার টিকা আসলো পূর্ব ইউরোপের দেশ বুলগেরিয়া থেকে
করোনা প্রতিরোধী অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার টিকা আসলো পূর্ব ইউরোপের দেশ বুলগেরিয়া থেকে

জাপানের পর এবার করোনা প্রতিরোধী অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার টিকা আসলো পূর্ব ইউরোপের দেশ বুলগেরিয়া থেকে। গত সপ্তাহে ঢাকাকে এই টিকা উপহার দেয়ার কথা ঘোষণা করে সোফিয়া।

বুধবার টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ২ লাখ ৭০ হাজার ডোজ টিকার এই চালানটি হযরত শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছায় বলে এক বিবৃতিতে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বিমানবন্দরে চালানটি গ্রহণ করেন।

মন্ত্রণালয় জানায়, বুলগেরিয়া অ্যাস্ট্রাজেনেকার যেসব টিকা কিনেছিল, তার একটা অংশ অব্যবহৃত থেকে যায়। সেটাই বাংলাদেশকে উপহার দিয়েছে তারা।

সূত্র জানায়, বুলগেরিয়ায় টিকা অব্যবহৃত আছে জেনে রোমানিয়ার বুখারেস্টে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত দাউদ আলী বুলগেরিয়ার কাছে ওই টিকা থেকে বিক্রি বা উপহার পেতে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানান।

এই অনুরোধে সাড়া দিয়ে বুলগেরিয়া ২ লাখ ৭০ হাজার অ্যাস্ট্রাজেনেকা টিকা বাংলাদেশে পাঠিয়েছে।

বুলগেরিয়া এর আগে দক্ষিণ এশিয়ার দেশ ভুটানকেও টিকা উপহার দিয়েছিল।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্পটলাইট বিভাগের সর্বাধিক পঠিত