শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১ || ১৫ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ভারতে ২৪ ঘন্টায় শনাক্ত ১ লাখ ৩১ হাজার ৮৯৩, লকডাউনের বিপক্ষে মোদী

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৩:২৯, ৯ এপ্রিল ২০২১

আপডেট: ১৩:৪৫, ৯ এপ্রিল ২০২১

৫১০

ভারতে ২৪ ঘন্টায় শনাক্ত ১ লাখ ৩১ হাজার ৮৯৩, লকডাউনের বিপক্ষে মোদী

ভারতে ২৪ ঘন্টায় করোনায় শনাক্ত ১ লাখ ৩১ হাজার ৮৯৩ জন
ভারতে ২৪ ঘন্টায় করোনায় শনাক্ত ১ লাখ ৩১ হাজার ৮৯৩ জন

করোনাভাইরাসের (কোভিড-১৯) দ্বিতীয় ঢেউয়ে ভারতে মহামারি পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। দৈনিক সংক্রমণে টানা রেকর্ড গড়ে যাচ্ছে দেশটি। এ অবস্থায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মনে করছেন, দেশটিতে লকডাউনের আর প্রয়োজন নেই।

ওয়ার্ল্ডো মিটারের শুক্রবার (৮ এপ্রিল) সকালের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে ১ লাখ ৩১ হাজার ৮৯৩ জন রোগী শনাক্ত হয়েছে।

একই সময় মারা গেছেন ৮০২ জন। এ নিয়ে ভারতে করোনার মোট সংক্রমণ প্রায় ১ কোটি ৩০ লাখ ৫৮ হাজারে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ১ কোটি ৬৭ লাখ ৬৯৪ জন।

       ভারতের সংক্রমণ চিত্র-

  • গত ২৪ ঘন্টায় শনাক্ত: ১ লাখ ৩১ হাজার ৮৯৩ জন
  • মৃত্যু: ৮০২ জন
  • এ পর্যন্ত মোট মৃত্যু: ১ কোটি ৬৭ লাখ ৬৯৪ জন।

এদিকে করোনার দ্বিতীয় ঢেউকে রুখতে টিকাদানের ওপর জোর দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষে তিনি বললেন, ‘করোনার টিকাদানের লক্ষ্যে আগামী ১১ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত টিকা উৎসব করা হবে। আমাদের আর লকডাউনের প্রয়োজন নেই।’

তিনি আরও বলেন, ‘মাইক্রো কনটেইনমেন্ট জোনে নজর দিতে হবে। করোনা কারফিউ বজায় রাখা হোক। রাত ৯টা বা ১০টা থেকে ভোর ৫টা বা ৬টা পর্যন্ত করোনা কারফিউ করা হতে পারে বলে জানিয়েছে সরকার প্রধান।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্পটলাইট বিভাগের সর্বাধিক পঠিত