শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১ || ১৫ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সোমবার টিকা নিলেন ১ লাখ ১৭ হাজার ১৪৮ জন

স্টাফ করেসপন্ডেন্ট

১৮:৪৯, ৮ মার্চ ২০২১

আপডেট: ১৮:৪৯, ৮ মার্চ ২০২১

৬৪৯

সোমবার টিকা নিলেন ১ লাখ ১৭ হাজার ১৪৮ জন

সোমবার টিকা নিলেন ১ লাখ ১৭ হাজার ১৪৮ জন
সোমবার টিকা নিলেন ১ লাখ ১৭ হাজার ১৪৮ জন

দেশজুড়ে করোনাভাইরাসের গণটিকাদান কার্যক্রম চলমান আছে গত একমাস ধরে। সোমবার (৮ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যানুযায়ী সারাদেশে ১ লাখ ১৭ হাজার ১৪৮ জনকে প্রথম ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। এ নিয়ে দেশে মোট ৩৯ লাখ ৬ হাজার ৫০০ জনকে তা দেওয়া হলো।

বাংলাদেশে গণটিকাদান শুরু হয় ৭ ফেব্রুয়ারি। এই এক মাসে ছুটির দিন বাদে মোট ২৩ দিন মানুষকে টিকা দেওয়া হয়েছে। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত টিকা ভারতের সেরাম ইনস্টিটিউট কোভিশিল্ড নামে উৎপাদন করছে। এই টিকা ব্যবহার করছে বাংলাদেশ। ভারত সরকার ২০ লাখ টিকা বাংলাদেশকে উপহার দিয়েছে। ৭০ লাখ টিকা বাংলাদেশ সরকার কিনেছে।

টিকা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান বৈশ্বিকভাবে অনেক ওপরে। কিছু ক্ষেত্রে টিকা উৎপাদনকারী প্রতিবেশী দেশ ভারতকেও পেছনে ফেলেছে বাংলাদেশ।

এদের মধ্যে বিভাগ ভিত্তিতে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি টিকা দেওয়া হয়েছে। এদিন এ সংখ্যা ৩৯,৯৬৭ জন। এদের মধ্যে ঢাকা মহানগরে টিকা নিয়েছেন ২১ হাজার ৪৭ জন।

বিভাগভিত্তিক ভ্যাকসিন নেওয়ার হিসাবে দেখা গেছে-

ঢাকায় ৩৯ হাজার ৯৬৭ জনের মধ্যে পুরুষ ২৩,৮১৩ জন এবং নারী ১৪,১৫৪ জন।

চট্টগ্রামে ১৯ হাজার ৫৬৮ জনের মধ্যে পুরুষ ১২,৩২৬ জন এবং নারী  ৭,২৪২ জন।

রাজশাহীতে ১২ হাজার ৮০৭ জনের মধ্যে পুরুষ ৮,০২৫ জন এবং নারী ৪,৭৮২ জন।

রংপুরে ১১ হাজার ৮১৩ জনের মধ্যে পুরুষ ৬,৯১২ জন এবং নারী ৪,৯০১ জন।

খুলনায় ২১ হাজার ৯ জনের মধ্যে পুরুষ ১২,৫২৯ জন এবং নারী ৮,৪৮০ জন।

সিলেটে ৩ হাজার ৯১২ জনের মধ্যে পুরুষ ২,৩৬৪ জন এবং নারী ১,৫৪৮ জন।

ময়মনসিংহে ৫ হাজার ২৬৬ জনের মধ্যে পুরুষ ৩,২৭২ জন এবং নারী ১,৯৯৪ জন।

বরিশালে ৪ হাজার ৮০৬ জনের মধ্যে পুরুষ ৩,১১৭ জন এবং নারী ১,৬৮৯ জন।

এদিকে,  ২৪ ঘন্টার ব্যবধানে দেশে করোনায় মৃত্যুর সংখ্যা আরও একদফা বেড়েছে। সোমবার (৮ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যানুযায়ী করোনাক্রান্ত হয়ে মারা গেছেন ১৪ জন। এ নিয়ে মহামারিতে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৪৭৬ জন। ১৬ হাজার ৯৮৫ জনের করোনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৮৪৫ জন। গত ৮ মার্চ থেকে এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৫ লাখ ৫১ হাজার ১৭৫ জন।

এর আগে সর্বশেষ ১৩ জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তর এক দিনে এর চেয়ে বেশি রোগী শনাক্তের তথ্য দিয়েছিল, সেদিন ৮৯০ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছিল। আর ১৪ জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা আটশর নিচেই ছিল।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্পটলাইট বিভাগের সর্বাধিক পঠিত