শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১ || ১৫ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সব অ্যাথলেটকে ভ্যাকসিন দিতে চায় অলিম্পিক কমিটি

স্পোর্টস ডেস্ক

১১:০৯, ২৩ জানুয়ারি ২০২১

আপডেট: ১১:৫৮, ২৩ জানুয়ারি ২০২১

১০২০

সব অ্যাথলেটকে ভ্যাকসিন দিতে চায় অলিম্পিক কমিটি

টোকিও অলিম্পিক গেমসে অংশগ্রহণকারী সব অ্যাথলেটকে ভ্যাকসিন দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে কাজ করছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। জাতীয় পর্যায়ে সব দেশে ভ্যাকসিন কার্যক্রম এখনও পুরোপুরি শুরু না হলেও প্রতিযোগিদের ভ্যাকসিন দেয়া তাদের প্রধান লক্ষ্য বলে জানায় কমিটি।

যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, চলমান মহামারি অলিম্পিক আয়োজনকে ব্যহত করবে না বলে নিশ্চিত করেছেন জাপানের মন্ত্রীপরিষদ সচিব কাটসুনবু কাটো। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, নিরাপদ ও সুরক্ষিতভাবে বিশ্বের বৃহত্তম ক্রীড়াযজ্ঞ আয়োজনের সর্বোচ্চ চেষ্টা করছে জাপান সরকার।

ফেব্রুয়ারির শেষদিকে জাপানে ভ্যাকসিন কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। প্রথমে ৬৫ বছর বা তার বেশি বয়স্কদের করোনা ভ্যাকসিন দেয়া হবে। এরপর স্বাস্থ্যকর্মীদের ভ্যাকসিনের আওতায় আনা হবে।

উল্লেখ্য, বিশ্বব্যাপী করোনা মহামারি ছড়িয়ে পড়লে ২০২০ সালের টোকিও অলিম্পিক পিছিয়ে দেয়া হয়। নতুন নির্ধারিত সময় অনুযায়ী ২০২১ সালের ২৩ জুলাই থেকে এ আসরের পর্দা ওঠার কথা রয়েছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank