শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১ || ১৫ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ইমরান খানের ওপর হামলার ঘটনায় বাবরের নিন্দা

স্পোর্টস ডেস্ক

২১:৪১, ৩ নভেম্বর ২০২২

৫৭৫

ইমরান খানের ওপর হামলার ঘটনায় বাবরের নিন্দা

পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান আগাম নির্বাচনের দাবিতে তার দলের চলমান লংমার্চে গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (৩ নভেম্বর) এ ঘটনা ঘটে।

পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা ইমরানের এমন অবস্থায় তার জন্য দোয়া চেয়েছেন পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম। সেই সঙ্গে এমন ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। চলমান টি-২০ বিশ্বকাপ খেলতে বর্তমানে অস্ট্রেলিয়া অবস্থান করছেন বাবর আজম।

সেখান থেকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ এবং টুইটারে নিন্দা জানান বাবর। ফেসবুক পোস্টে তিনি লেখেন, 'ইমরান খানের উপর এই জঘন্য হামলার তীব্র নিন্দা জানাই। আল্লাহ কাপ্তানকে নিরাপদ রাখুন এবং আমাদের প্রিয় পাকিস্তানকে রক্ষা করুন, আমীন।' 

ইমরান ১৯৯২ সালে পাকিস্তানের বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক ছিলেন। ব্যাটে-বলে দারুণ নৈপুণ্যে বিশ্বকাপ জয়ে রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank