বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১ || ১৩ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

এটিপি র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন মেদভেদেভ

স্পোর্টস ডেস্ক

১৪:৪০, ৯ আগস্ট ২০২২

৪৫৯

এটিপি র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন মেদভেদেভ

মেক্সিকোতে গত সপ্তাহে অনুষ্ঠিত হার্ড কোর্ট টুর্ণামেন্টে জয়ের মাধ্যমে প্রায় এক বছর পর কোন টুর্ণামেন্টে জয়ের কৃতিত্ব দেখিয়েছেন ডানিল মেদভেদেভ। যদিও কোন টুর্নামেন্টে জয়ী না হয়েও তিনি কয়েক সপ্তাহ ধরেই এটিপি র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানটি ঠিকই অক্ষুন্ন রেখেছেন। গত বছর ইউএস ওপেনের শিরোপা জয়ের পরে মেদভেদেভ এই প্রথম কোন টুর্নামেন্টের শিরোপা জয় করলেন। 

জার্মানীর আলেক্সান্দার জেভরেভের থেকে ১০০০ রেটিং পয়েন্ট এগিয়ে মেদভেদেভ বর্তমান র‌্যাঙ্কিংয়ে শীর্ষে অবস্থান করছেন। মেক্সিকোর ফাইনালে তিনি বর্তমান চ্যাম্পিয়ন ক্যামেরুন নোরিকে পরাজিত করেছেন। 

এদিকে অস্ট্রেলিয়ান তারকা নিক কিরিয়স ২০২০ সালের ফেব্রুয়ারির পর র‌্যাঙ্কিংয়ে সেরা অবস্থানে উঠে এসেছেন। উইম্বলডনের ফাইনালে খেলা কিরিয়স বর্তমান র‌্যাঙ্কিংয়ে ৩৭তম স্থান থেকে ২৬তম স্থানে উঠে এসেছেন।

এটিপি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ১০ খেলোয়াড়

১. ডানিল মেদভেদেভ            ৭৮৭৫ রেটিং পয়েন্ট
২. আলেক্সান্দার জেভরেভ (জার্মানী)       ৬৭৬০
৩. রাফায়েল নাদাল (স্পেন)            ৫৬২০
৪. কার্লোস আলকারাজ (স্পেন)            ৫০৩৫
৫. স্টিফানোস টিসিতসিপাস (গ্রীস)        ৫০০০
৬. নোভাক জকোভিচ (সার্বিয়া)            ৪৭৭০
৭. কাসপার রুড (নরওয়ে)                ৪৬৮৫
৮. আন্দ্রে রুবলেভ (রাশিয়া)            ৩৭১০
৯. ফেলিক্স অগার-আলিয়াসিমে (কানাডা)   ৩৪৯০
১০. হাবার্ট হারকাজ (পোল্যান্ড)                ৩০১৫

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank