শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১ || ১৫ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

একশ’ পেরোতেই তৃতীয় উইকেটের পতন

স্পোর্টস ডেস্ক

১৫:২৭, ২ মে ২০২১

৪৯৫

একশ’ পেরোতেই তৃতীয় উইকেটের পতন

জিততে প্রয়োজন ৪৩৭ রান। যা একরকম অসম্ভবই বলা চলে। তবে শুরু থেকে চেষ্টা করে যান টাইগার ব্যাটসম্যানরা। তবে লঙ্কান স্পিন বিষে একে একে সাজঘরে ফিরে গেছেন তামিম ইকবাল, সাইফ হাসান ও নাজমুল হোসেন শান্ত। 

তিন উইকেট হারালেও বাংলাদেশ রান তুলছে দ্রুত। মাত্র ২২ ওভারেই স্কোর হয়ে যায় ১০০। ওভারপ্রতি রান আসছে ৪.৫২ করে। অর্থাৎ অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স নীতিতেই ছুটছে টাইগাররা। প্রতিবেদন লেখা পর্যন্ত মুমিনুলদের সংগ্রহ ১০৬ রান। ম্যাচ জিততে দরকার আরও ৩৩১ রান। 

বিশাল লক্ষ্য তাড়ার শুরুতে ইতিবাচক শুরু করে বাংলাদেশ। তামিম ইকবাল আজও যথারীতি ছিলেন আক্রণাত্মক। দ্বিতীয় ওভারেই ডাউন দ্য উইকেটে এসে ছক্কা হাঁকান রামেশ মেন্ডিসকে। তবে গেত তিন ইনিংসের মতো আজকেরটি লম্বা করতে পারেননি। মেন্ডিসের বলেই উইকেটরক্ষক ডিকভেলা হাতে ক্যাচ দিলে ২৪ রানে থামে এই বাঁহাতির ইনিংস। 

দ্বিতীয় উইকেটে ভালই ব্যাট চালিয়ে যাচ্ছিলেন দুই তরুণ সাইফ হাসান ও শান্ত। তবে অভিষিক্ত জয়বিক্রমার ঘূর্ণিতে মাঠ ছাড়তে হয় দুজনকেই। পুরো সিরিজের ব্যর্থ সাইফ লাকমালের হাতে ক্যাচ দেয়ার আগে করেন ৩৪ রান।

আর সেঞ্চুরির পর দুটি ডাক পাওয়া নাজমুল হাসান শান্ত থামেন ২৬ রানে। বর্তমানে ২৪ রানে অপরাজিত আছেন মুমিনুল হক ও অপর প্রান্তে থাকা মুশফিকের সংগ্রহ শূন্য।  

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank