শেখ জামালের নামে হচ্ছে জাতীয় টেনিস কমপ্লেক্স
শেখ জামালের নামে হচ্ছে জাতীয় টেনিস কমপ্লেক্স
![]() |
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র লেফটেন্যান্ট শেখ জামালের নামে জাতীয় টেনিস কমপ্লেক্সের নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ এই সিদ্ধান্ত নিয়েছে।
টেনিস কমপ্লেক্সের বর্তমান নাম রমনা জাতীয় টেনিস কমপ্লেক্স। জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, বঙ্গবন্ধুর পরিবারের প্রত্যেক সদস্যই দেশের ক্রীড়াঙ্গনকে উজ্জ্বল করেছেন। স্বাধীনতার পরপরই ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে শহীদ শেখ জামালের অবদান উল্লেখ করার মতো। তিনি নিজেও একজন সফল টেনিস খেলোয়াড় ছিলেন বলে উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য যে, ইতোমধ্যে জাতীয় টেনিস কমপ্লেক্সকে আধুনিকায়ন করতে আটটি নতুন টেনিস কোর্ট স্থাপন (ফ্লাড লাইটসহ), একটি জিমনেসিয়াম, প্রধান ফটক সংস্কার ও আধুনিকায়ন, আবাসিক সুবিধাসহ মিডিয়া সেন্টার নির্মাণ করা হয়েছে।
আরও পড়ুন
- বিপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে ঢাকা-কুমিল্লা
- ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য
- ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা
- পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে
- ফিরে যাচ্ছেন সাকিব
- এভারিস্তো: যে ব্রাজিলিয়ানকে সমান ভালোবাসে রিয়াল-বার্সা
- দেশের ফুটবল আবারও সালাউদ্দিনের হাতে
- আইপিএল ২০২০
সূর্য কিরণে পুড়লো রাজস্থান - ঠিক হলো এল ক্লাসিকোর দিনক্ষণ
- ফিরলেন মুমিনুল-মুশফিকও, উইকেটে শেষ দুই স্বীকৃত ব্যাটসম্যান
















