সোমবার   ০৯ ডিসেম্বর ২০২৪ || ২৪ অগ্রাহায়ণ ১৪৩১ || ০৪ জমাদিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

শেখ জামালের নামে হচ্ছে জাতীয় টেনিস কমপ্লেক্স

স্টাফ করেসপন্ডেন্ট

১৮:১৪, ১৮ জানুয়ারি ২০২১

১২০৭

শেখ জামালের নামে হচ্ছে জাতীয় টেনিস কমপ্লেক্স

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র লেফটেন্যান্ট শেখ জামালের নামে জাতীয় টেনিস কমপ্লেক্সের নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ এই সিদ্ধান্ত নিয়েছে। 

টেনিস কমপ্লেক্সের বর্তমান নাম রমনা জাতীয় টেনিস কমপ্লেক্স। জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন। 

প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, বঙ্গবন্ধুর পরিবারের প্রত্যেক সদস্যই দেশের ক্রীড়াঙ্গনকে উজ্জ্বল করেছেন। স্বাধীনতার পরপরই ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে শহীদ শেখ জামালের অবদান উল্লেখ করার মতো। তিনি নিজেও একজন সফল টেনিস খেলোয়াড় ছিলেন বলে উল্লেখ করেন তিনি। 

উল্লেখ্য যে, ইতোমধ্যে জাতীয় টেনিস কমপ্লেক্সকে আধুনিকায়ন করতে আটটি নতুন টেনিস কোর্ট স্থাপন (ফ্লাড লাইটসহ), একটি জিমনেসিয়াম, প্রধান ফটক সংস্কার ও আধুনিকায়ন, আবাসিক সুবিধাসহ মিডিয়া সেন্টার নির্মাণ করা হয়েছে। 
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank