শনিবার   ২৭ জুলাই ২০২৪ || ১১ শ্রাবণ ১৪৩১ || ১৮ মুহররম ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কখনো বলিনি ৫ ম্যাচের বেশি খেলতে পারবো না: তামিম

স্পোর্টস ডেস্ক

১৭:৩৮, ২৭ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ১৮:০৮, ২৭ সেপ্টেম্বর ২০২৩

৩০০

কখনো বলিনি ৫ ম্যাচের বেশি খেলতে পারবো না: তামিম

তামিম ইকবাল বিশ্বকাপ স্কোয়াডে নেই। তা নিয়ে চারদিকে নানা কথা। একেক গণমাধ্যমে একেকরকম কারণ উঠে এসেছে। সবার আগে যে কথাটা ছড়িয়ে পড়েছিল, তামিম ইকবাল বিশ্বকাপে পাঁচ ম্যাচের বেশি খেলতে পারবেন না, তা শুনে খেপেছেন অধিনায়ক সাকিব আল হাসান।

তবে আজ (বুধবার) লাইভে এসে এই পাঁচ ম্যাচ খেলার খবরটি অস্বীকার করলেন তামিম ইকবাল। তামিম বলেন, এই খবর কে ছড়িয়েছে তিনি জানেন না।

তামিম ভিডিওবার্তায় বলেন, ‘একটা জিনিস ক্লিয়ার করতে চাই, আমি কখনো বলিনি পাঁচটার বেশি ম্যাচ খেলতে পারবো না। এই কথাটা আমি কখনো বলিনি। এটা মিথ্যা কথা, ভুল কথা। আমি জানি না এই কথাটা কীভাবে মিডিয়ায় এসেছে, কে ছড়িয়েছে। এটা পুরোপুরি ভুয়া কথা।’

‘আমি নির্বাচকদের বলেছিলাম, দেখেন আমার বডিটা এরকমই থাকবে এখন যে অবস্থা। একটু ব্যথা থাকবে। আপনারা যখন দল নির্বাচন করবেন এটা মাথায় রেখেই দল নির্বাচন কইরেন’-যোগ করেন তামিম।

এর আগেও একবার ইনজুরি নিয়ে ম্যাচ খেলার পর বিতর্ক তৈরি হয়েছিল। তাই আর নতুন করে বিতর্ক তৈরি করতে চাননি বলেই সবকিছু নির্বাচকদের কাছে শেয়ার করতে গিয়েছিলেন তামিম। কিন্তু সেটা যেন হিতে বিপরীত হয়েছে।

তামিম বলেন, 'আমি আবার বিতর্ক তৈরি করতে চাইনি। আমার পক্ষ থেকে আমি পরিপূর্ণ সততার সঙ্গে একটা ক্লিয়ার করেছি। কারণ আমি যদি বিশ্বকাপে যাই, এমনও হতে পারে আমি ৯ ম্যাচ খেললাম কোনো সমস্যা ছাড়া। বিশ্বকাপের ফিকশ্চারটাই এমন ছিল যে, প্রতিটা ম্যাচের পর গ্যাপ আছে প্রথম দুই ম্যাচ ছাড়া।'

'আবার এমনও হতে পারে, এটা ফিট মানুষের সঙ্গেও হতে পারে, দুটো ম্যাচ খেলার পর ইনজুরি হয়ে গেলো। তাকে দেশে পাঠিয়ে দিলো, তার রিপ্লেসমেন্ট গেলো। এজন্য আমি নির্বাচকদের এটা ক্লিয়ারলি বলি।'

'ফিজিওর রিপোর্টে পরিষ্কার যে কথাটা ছিল, আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। কেউ চ্যালেঞ্জ করতে চাইলে আমি রাজি আছি। সেখানে বলা হয়েছে, প্রথম ম্যাচের পর এমন পেইন হয়েছে, পরের ম্যাচের পর এমন পেইন হয়েছে।'

'মেডিক্যাল ডিপার্টমেন্ট মনে করে। ১-২ তারিখে প্রস্তুতি ম্যাচ। আমি যদি এখন রেস্ট নেই, পরে যদি দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটা খেলি। তাহলে আমি একটু সময় পাব। দুই সপ্তাহের পুনর্বাসন হয়ে যাবে। তাহলে আমি প্রথম ম্যাচটা খেলতে পারব। কোনো জায়গায় বলা হয়নি, ৫ ম্যাচ বা ২ ম্যাচ খেলব বা খেলতে পারব না। তবে আমার বডিতে পেইন ছিল, এটা সত্য কথা।'

'মিডিয়াতে যে কথা হচ্ছে, ৫ ম্যাচ বা বেশি কম। আমার মনে হয় না, আমি বিশ্বকাপে না যাওয়ার পেছনে এটার বড় অবদান ছিল। আমার ব্যথা থাকতে পারে, আমি তো ইনজুরড হইনি এখনও।'

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank