শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১ || ১৫ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

টেস্ট ক্রিকেটকে বিদায় বলতে যাচ্ছেন ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক

১৭:৫৬, ৩ জুন ২০২৩

৩৩৬

টেস্ট ক্রিকেটকে বিদায় বলতে যাচ্ছেন ওয়ার্নার

অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের অন্যতম ভরসার নাম ডেভিড ওয়ার্নার। সম্প্রতি লাল বলের ক্রিকেটে নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না এই ব্যাটার। বয়স আর ফিটনেসের কারণে আপাতত শুধুমাত্র সাদা বলের ক্রিকেট খেলা চালিয়ে যেতে চান ওয়ার্নার।

আসন্ন গ্রীষ্মে টেস্ট ক্রিকেট থেকে অবসরে যাওয়ার কথা জানালেন এই অজি ব্যাটার। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলতে চান ওয়ার্নার। তিনি বলেন, 'আপনাকে রান করার মধ্যেই থাকতে হবে। আমি সবসময় বলে এসেছি ২০২৪ বিশ্বকাপেই আমার শেষ ম্যাচ হতে যাচ্ছে। এমনটাই সম্ভবত নিজের এবং পরিবারের কাছে আমার পাওনা। আমি যদি এখানে রান করতে পারি এবং অস্ট্রেলিয়ায় ভালো খেলি, তাহলে আমি ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আর খেলব না।'

 আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভালো করার ব্যাপারে বেশ সতর্ক ওয়ার্নার। তিনি আরও বলেন, 'যদি এখানে ভালো খেলি (বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং অ্যাশেজ) এবং পাকিস্তান সিরিজে খেলতে পারি, তাহলে অবশ্যই আমি সেখানে শেষ করব।'

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank