শনিবার   ২৭ জুলাই ২০২৪ || ১১ শ্রাবণ ১৪৩১ || ১৮ মুহররম ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড

স্পোর্টস ডেস্ক

১৫:০১, ২২ মার্চ ২০২৩

৬৩৬

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড

চমক রেখেই আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজের দল থেকে বাদ পড়েছেন আফিফ হোসেন, রেজাউর রহমান, নুরুল হাসান, তানভীর ইসলাম।

বুধবার (২২ মার্চ) এ ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করে বিসিবি।

দলে নতুন মুখ উইকেটরক্ষক জাকের আলি অনিক ও লেগ স্পিনার রিশাদ হোসাইন। এছাড়াও দলে ফিরেছেন বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ শেষ ও সিরিজ নির্ধারণী ওয়ানডে খেলতে নামবে। এরপর টি-টোয়েন্টি দলের ক্রিকেটাররা যাবে চট্টগ্রামে। সেখানে ২৭ মার্চ সিরিজের প্রথম এবং ২৯ ও ৩১ মার্চ সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি খেলবে। সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে দুপুর ২টায়।

বাংলাদেশ স্কোয়াড

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসাইন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসাইন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলা, রিশাদ হোসাইন ও জাকের আলি অনিক।

 

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank