শনিবার   ২৫ মার্চ ২০২৩ || ১১ চৈত্র ১৪২৯ || ০১ রমজান ১৪৪৪

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বাবরের অধিনায়কত্ব নিয়ে কোনো হুমকি নেই

স্পোর্টস ডেস্ক

২১:৩০, ২৮ জানুয়ারি ২০২৩

১৪৯

বাবরের অধিনায়কত্ব নিয়ে কোনো হুমকি নেই

বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান দলে অস্থিরতা নিয়ে গুজব উড়িয়ে দিয়েছেন সাবেক ক্রিকেটার রশীদ লতিফ। নিজের ইউটিউব চ্যানেলে পাকিস্তানের ক্রিকেট নিয়ে কথা কথা বলতে গিয়ে এ সাবেক খেলোয়ার বলেন, বর্তমান জাতীয় দলে বাবরের সামর্থ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কোনো খেলোয়াড় নেই। সুতরাং তার অধিনায়কত্বের জন্য কোনো হুমকি নেই।

লতিফ বলেন, বাবরের সঙ্গে এখন যা হচ্ছে, কয়েক বছর আগে সরফরাজের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল। এটি একটি বড় ভুল ছিল এবং আমরা এর বিরুদ্ধে আওয়াজ তুলেছিলাম। এটি একটি খুব খারাপ পদক্ষেপ ছিল। আমরা এখনও তা থেকে সরে দাঁড়াতে পারিনি। 

সাবেক উইকেটরক্ষক আরও জোর দিয়ে বলেন, যে বর্তমান অধিনায়ককে প্রতিস্থাপনের জন্য পাকিস্তানের উপযুক্ত বিকল্পের ঘাটতি আছে। 

ইনজুরির কারণে ৫০ শতাংশ ম্যাচ মিস করেন তিনি। তিনি কোনো বিকল্প নন। যদি শাদাব কে সব সময় পাওয়া যেত, আমি নিজেই বলতাম যে বাবর পদত্যাগ করতে পারে। শাহিন (আফ্রিদি) ও ইনজুরি থেকে ছিটকে গেছে। শুধু একজনই আছে যে সব ম্যাচ খেলে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out