শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০ || ১৭ রমজান ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ওয়ানডে দিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু করবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

২১:৩৩, ২০ জানুয়ারি ২০২৩

৩৫৯

ওয়ানডে দিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু করবে বাংলাদেশ

তিন ম্যাচের ওয়ানডে দিয়ে আগামী মার্চে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এরপর  আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং এক ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে আজ এ কথা  জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নাদেল চৌধুরী।

সূচি অনুযায়ী ১৮ মার্চ থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দু’টি ওয়ানডে হবে ২০ এবং ২৩ মার্চ। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ হবে হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

সিলেটে ওয়ানডে সিরিজ নিয়ে নাদেল বলেন, ‘হ্যাঁ, সিলেটে ওয়ানডে সিরিজ দিয়ে আয়ারল্যান্ডের সফর শুরু হবে। এজন্য আমরা পুরোপুরি প্রস্তুত।’

ওয়ানডে শেষে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ২৬, ২৮ এবং ৩০ মার্চ টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৪ থেকে ৮ মার্চ একমাত্র টেস্টটি হবার কথা রয়েছে। তবে অন্য একটি সূত্র বলছে, তারিখ পরিবর্তন হতে পারে। ৩ এপ্রিল থেকে টেস্টটি শুরু হতে পারে।

আন্তর্জাতিক অঙ্গনে আয়ারল্যান্ডের বিপক্ষে ১০টি ওয়ানডে ও ৫টি টি-টোয়েন্টি খেলার রেকর্ড রয়েছে বাংলাদেশের। এখন পর্যন্ত আইরিশদের সাথে কোন টেস্ট খেলেনি টাইগাররা। ওয়ানডেতে ৭টি জয় ও টি-টোয়েন্টিতে ৩টি জয় আছে বাংলাদেশের।

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য সূচি:
১৮ মার্চ : প্রথম ওয়ানডে, সিলেট
২০ মার্চ : দ্বিতীয় ওয়ানডে, সিলেট
২৩ মার্চ : তৃতীয় ওয়ানডে, সিলেট
২৬ মার্চ : প্রথম টি-টোয়েন্টি, চট্টগ্রাম
২৮ মার্চ : দ্বিতীয় টি-টোয়েন্টি, চট্টগ্রাম
৩০ মার্চ : তৃতীয় টি-টোয়েন্টি, চট্টগ্রাম
৪-৮ এপ্রিল, একমাত্র টেস্ট, মিরপুর

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank