স্পেনের সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে গোল করলেন গাভি
স্পেনের সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে গোল করলেন গাভি
![]() |
বিশ্বকাপে স্পেনের হয়ে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে গোল করার কৃতিত্ব দেখিয়েছেন টিনএজার স্ট্রাইকার গাভি। ১৮ বছর ১১০ দিন বয়সে তিনি গতকাল আল থুমামা স্টেডিয়ামে কোস্টা রিকার বিপক্ষে গোল করে নতুন এই রেকর্ড গড়েন। স্পেনের হয়ে ৭-০ ব্যবধানের বড় জয়ের এই ম্যাচটিতে ৭৪ মিনিটে পঞ্চম গোলটি করেছেন গাভি।
১৯৫৮ সালের ফাইনালে সুইডেনের বিপক্ষে মাত্র ১৭ বছর ২৪৯ দিন বয়সে গোল করে বিশ^কাপে সবচেয়ে কনিষ্ট খেলোয়াড় হিসেবে গোল করার তালিকায় শীর্ষস্থান দখল করে আছেন ব্রাজিলের কিংবদন্তী পেলে। ১৯৩০ সালে ১৮ বছর ৯৩ দিন বয়সে আর্জেন্টিনার বিপক্ষে গোল করে এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন মেক্সিকোর ম্যানুয়েল রোসাস।
গত বছর ১৭ বছর ৬২ দিন বয়সে উয়েফা নেশন্স লিগের সেমিফাইনালে ইতালির বিপক্ষে খেলতে নেমে সবচেয়ে কম বয়সী স্প্যানিশ খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল গাভির। ঐ সময় তিনি এ্যাঞ্জেল জুবিয়েটাকে (১৭ বছর ১৮৪ দিন) পিছনে ফেলেছিলেন।

আরও পড়ুন
- বিপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে ঢাকা-কুমিল্লা
- ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য
- ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা
- পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে
- ফিরে যাচ্ছেন সাকিব
- এভারিস্তো: যে ব্রাজিলিয়ানকে সমান ভালোবাসে রিয়াল-বার্সা
- দেশের ফুটবল আবারও সালাউদ্দিনের হাতে
- আইপিএল ২০২০
সূর্য কিরণে পুড়লো রাজস্থান - ঠিক হলো এল ক্লাসিকোর দিনক্ষণ
- ফিরলেন মুমিনুল-মুশফিকও, উইকেটে শেষ দুই স্বীকৃত ব্যাটসম্যান